নিউজ পোল ব্যুরো: বর্তমানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান ব্যাচেলর্স (Bachelors) ও মাস্টার্স ডিগ্রি (Master’s degree) একসঙ্গে প্রদান করছে, এবং এমন কোর্সের (Dual Degree Course) প্রতি আগ্রহ দিন দিন বেড়ে চলেছে। বিশেষত, আইটিআই-তে (ITI) একসঙ্গে বিটেক (B.Tech) ও এমটেক (M.Tech) করার সুবিধা ছাত্রদের কাছে খুব জনপ্রিয়। তবে এমন একটি কোর্স যেখানে স্নাতক পর্যায়ে কম্পিউটেশনাল বিষয় এবং স্নাতকোত্তর পর্যায়ে ডেটা সায়েন্স নিয়ে পড়াশোনা করা যাবে, তা এখনও দেশের শিক্ষাব্যবস্থায় বিরল। তবে এবার সেই স্বপ্ন সত্যি হতে চলেছে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইসার), কলকাতা একটি নতুন, আধুনিক এবং সুসংহত কোর্স চালু করতে চলেছে, যা পড়ুয়াদের জন্য বিশেষভাবে আকর্ষণীয়।
আরও পড়ুন:Bengal Weather Forecast: ফাল্গুনেও শীতের ছোঁয়া!
এই কোর্সটি (Dual Degree Course) হবে পাঁচ বছরের একটি ইন্টিগ্রেটেড প্রোগ্রাম (Integrated program), যেখানে স্নাতক (Graduate) এবং স্নাতকোত্তর (Postgraduate) দুটি ডিগ্রি একসঙ্গে দেওয়া হবে। কোর্সটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে তাদের জন্য, যারা কম্পিউটেশনাল ও ডেটা সায়েন্সের (Data Science) উপর জ্ঞান অর্জন করতে চান, কিন্তু প্রচলিত কোর্সগুলিতে তাদের জন্য নির্দিষ্ট সুযোগ নেই। পাঁচ বছরের ডুয়াল ডিগ্রি প্রোগ্রামে প্রথম দুই বছর বিজ্ঞান, গণিত এবং প্রোগ্রামিংয়ের মৌলিক বিষয়গুলি শেখানো হবে। এরপর তৃতীয় এবং চতুর্থ বছরে, পড়ানো হবে উন্নত কম্পিউটেশনাল এবং ডেটা সায়েন্সের কোর্স। আর পঞ্চম বছরে থাকবে একটি গবেষণাভিত্তিক (Research-based) পাঠ্যক্রম, যা শিক্ষার্থীদের বাস্তব জীবনে এই সমস্ত জ্ঞান প্রয়োগ করার সুযোগ দেবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এটি একটি বিশেষ প্রোগ্রাম যা বিজ্ঞান, গণিত, পদার্থবিদ্যা, রসায়ন এবং জীববিদ্যার মতো মৌলিক বিষয়গুলোর সঙ্গে কম্পিউটেশনাল (Computational) এবং প্রযুক্তিবিদ্যা (Technology) মিশিয়ে শিক্ষার্থীদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে। আইসার কর্তৃপক্ষ আশা করছেন, এই নতুন ডুয়াল ডিগ্রি প্রোগ্রামটি (Dual Degree Course) পড়ুয়াদের মধ্যে খুবই জনপ্রিয় হবে এবং এটি দেশের শিক্ষাব্যবস্থায় একটি নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে আসবে।

এছাড়াও, এই কোর্সটি জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ, যা আধুনিক শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যেই তৈরি করা হয়েছে।
আরও পড়ুন:Donald Trump: ট্রাম্পের নতুন নির্দেশ!