CV Ananda Bose: হাসিমারায় রাজ্যপাল

breakingnews জেলা

নিউজ পোল ব্যুরো: রাজ্যপাল সিভি আনন্দ বোস ( CV Ananda Bose) সম্প্রতি দিল্লি থেকে বাগডোগরা বিমানবন্দর (Bagdogra Airport) হয়ে হাসিমারার উদ্দেশ্যে যাত্রা করেছেন। আজ, মঙ্গলবার সকালে, তিনি দিল্লি থেকে বাগডোগরা পৌঁছানোর পর বায়ুসেনার বিশেষ বিমানে (Indian Air Force Special Aircraft) হাসিমারার জন্য রওনা দেন। হাসিমারায় পৌঁছানোর পর তিনি সেখানে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন এবং তারপর শিলিগুড়িতে ফিরে আসবেন।

প্রসঙ্গত, রাজ্যপাল সিভি আনন্দ বোসের (Ananda Bose) এই সফরের মূল লক্ষ্য ছিল হাসিমারা এলাকায় কিছু গুরুত্বপূর্ণ কাজের পরিদর্শন ও তার সঙ্গে সংশ্লিষ্ট নানা প্রকল্পের উদ্বোধন বা পর্যালোচনা করা। এই সফরের বিস্তারিত কর্মসূচি যদিও প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় প্রশাসনের সঙ্গে তার সাক্ষাৎ এবং উন্নয়নমূলক পরিকল্পনার বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। বাগডোগরা বিমানবন্দরে নেমে রাজ্যপাল সিভি আনন্দ বোসের সফর শুরুর সঙ্গে সঙ্গেই স্থানীয় কর্মকর্তারা তাকে স্বাগত জানায়। তিনি হাসিমারা সফরের পর শিলিগুড়ি ফিরে একাধিক কর্মসূচি গ্রহণ করবেন বলে জানা গেছে। যদিও, এদিন সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি রাজ্যপাল, তার এই নীরবতা বেশ কিছু প্রশ্ন উত্থাপন করেছে। তিনি সাধারণত নানা ধরনের কর্মসূচিতে জনসমক্ষে উপস্থিত হন, তবে আজকের সফরটি কিছুটা ব্যক্তিগত ধরনের মনে হচ্ছে।

আরও পড়ুনঃ Shiliguri: শিলিগুড়িতে চার দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার ডাকাতির সরঞ্জাম

রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) আগমনে স্থানীয় প্রশাসন ও জনগণের মধ্যে এক ধরনের উত্তেজনা এবং আগ্রহ তৈরি হয়েছে। তারা মনে করছেন, রাজ্যপাল হাসিমারা এবং তার আশেপাশের অঞ্চলের উন্নয়ন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করবেন। শিলিগুড়ির কর্মসূচিগুলির মাধ্যমেও সরকারের উন্নয়ন পরিকল্পনার সফলতা এবং ভবিষ্যৎ পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়া যেতে পারে। এছাড়া, রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই সফর শুধুমাত্র প্রশাসনিক উদ্দেশ্য নয়, বরং এটি পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের পথও প্রশস্ত করবে বলে আশা করা হচ্ছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/