নিউজ পোল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (Champions Trophy 2025) রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন ভারত। গোটা টুর্নামেন্টে একটিও ম্যাচ হারেনি মেন ইন ব্লু। হারিয়েছে বাংলাদেশ, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে। সত্যি বলতে, সব মিলিয়ে প্রতিযোগিতায় মাত্র ৫টি ম্যাচই খেলেছেন রোহিতরা। তবু এরই মধ্যে অনেকের অনেক হিসাব মিটিয়ে প্রাপ্তির ঝোলা ভরিয়ে ফেলেছেন তাঁরা। এক নজরে দেখে নেওয়া যাক মাত্র একটি প্রতিযোগিতা থেকেই কী কী প্রাপ্তি হল ভারতের।
আরও পড়ুনঃ Rohit Sharma: জনগণমন অধিনায়ক জয় হে
পাকিস্তানের বিরুদ্ধে অভূতপূর্ব প্রতিশোধ:
২০১৭ সালে শেষ চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy) ফাইনালে ভারতকে, যাকে বলে, ধূলিসাৎ করেই চ্যাম্পিয়ন হয়েছিল পাকিস্তান। এবারে সেই পাকিস্তান ছিল প্রতিযোগিতার আয়োজক। আর ভারত সেই প্রতিযোগিতা নিজের ইচ্ছামত অন্য দেশে সরিয়ে নিয়ে গিয়ে সবকটি ম্যাচ সেখানেই খেলে চ্যাম্পিয়ন হল। এর মধ্যে পাকিস্তানকেও হারিয়েছেন রোহিতরা। ওভালে ২০১৭ সালের ফাইনাল ১৮০ রানে চূড়ান্ত অপমানজনক হারের বদলা নিতে হলে এভাবেই নিতে হবে। সেটাই যেন দেখিয়ে দিল ভারত।

কিউইদের পুরনো হিসেব মিটিয়ে দেওয়া:
২০০০ সালে ভারতকে হারিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি বা তৎকালীন নকআউট ট্রফি জিতে নিয়েছিল নিউজিল্যান্ড। ক্রিস কেয়ার্নসের অপরাজিত শতরানে স্বপ্নভঙ্গ হয়েছিল সৌরভ বাহিনীর। ২৫ বছর বাদে কিউইদের হারিয়ে মধুর প্রতিশোধ নিল টিম ইন্ডিয়া।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মিনি বদলা:
অস্ট্রেলিয়ার কাছে ২০০৩ এবং ২০২৩ বিশ্বকাপ ফাইনাল হেরেছে ভারত। এই দুই হারের বদলা পুরোপুরি নেওয়া সম্ভব একমাত্র বিশ্বকাপ ফাইনালেই অজিদের হারালে। তবে যে কোনো আইসিসি প্রতিযোগিতার নকআউটে ক্যাঙ্গারুদের হারানোটাও কম কৃতিত্বের নয়। ২০২৩ -এর ১৯ নভেম্বরের পর পরপর দুটি আইসিসি ট্রফিতে (২০২৪ টি-২০ বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি) অস্ট্রেলিয়ার ছুটি করে দিল ভারত। একে ছোটখাটো বদলা তো বলাই যায়।

দুবাইয়ের মাঠে পাকিস্তান-নিউজিল্যান্ডকে ‘অওকাদ’ দেখিয়ে দেওয়া:
পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে আরো একভাবে বদলা নিয়েছে মেন ইন ব্লু। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল এই দুবাইয়েই। সেবার ভারতকে পরপর দুই ম্যাচে একরাশ লজ্জা উপহার দেয় পাকিস্তান এবং নিউজিল্যান্ড। একই ভেন্যুতে দুই দলকে হারিয়ে একটি বিশ্ব পর্যায়ের শিরোপা জিতে নেওয়া অবশ্যই এক ধরণের বদলা। নিউজিল্যান্ডের কাছে হারের পরই সেবার ভারতের বিদায় কার্যত নিশ্চিত হয়ে যায়। আর এবার কিউইদের হারিয়েই ট্রফি এল ঘরে। অন্যদিকে পাকিস্তান সেবার ১০ উইকেটে হারিয়েছিল ভারতকে। সেখানে এবার ভারত আয়োজক পাকিস্তানের থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল (Champions Trophy Final) এই ভেন্যুতে ছিনিয়ে এনে বিজয়ীর হাসি হাসল।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
বিশ্বকাপ না জিতেও বিশ্বচ্যাম্পিয়ন:
ঘরের মাঠে বিশ্বকাপ জিততে পারেনি ভারত। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিল। একদিক থেকে দেখলে বিশ্বকাপের তুলনায় চ্যাম্পিয়ন্স ট্রফি মর্যাদায় খাটো হলেও সেখানে প্রতিযোগিতা কিছুটা হলেও বেশি। যেহেতু ক্রিকেট বিশ্বের সেরা আটটি দলই এই প্রতিযোগিতায় সুযোগ পায়। তাছাড়া এও মনে রাখতে হবে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় থাকা প্রথম আটটি দলই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার ছাড়পত্র পেয়েছে। কাজেই বিশ্বকাপকে চ্যাম্পিয়ন্স ট্রফির কোয়ালিফিকেশন রাউন্ড বলাই যায়। তাই চ্যাম্পিয়ন্স ট্রফি জেতা বিশ্বকাপ জয়ের থেকে কোনো অংশে কম নয়। ঘরের মাঠে বিশ্বকাপ না জিতেও চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে বিশ্বচ্যাম্পিয়ন হল ভারত।