Justin Trudeau: চেয়ার হাত বেরিয়ে পড়লেন থেকে পার্লামেন্ট থেকে, ট্রুডোর কীর্তিতে থ বিশ্ব

আন্তর্জাতিক রাজনীতি

নিউজ পোল ব্যুরো: কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর (Justin Trudeau) একটি ছবি সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।‌ এই ছবিতে নিজের চেয়ার হাতে নিয়ে জিভ কাটতে দেখা গিয়েছে ট্রুডোকে। চেয়ার নিয়েই দেশের সংসদ ভবন থেকে বেরিয়ে পড়েন তিনি। এই ছবি প্রকাশ্যে আসতেই নতুন করে ফের চর্চার কেন্দ্রবিন্দুতে ট্রুডো।

আরও পড়ুনঃ Donald Trump: মেঘের আড়াল থেকে খেলছেন ট্রাম্প, হার নিশ্চিত ইউক্রেনের

আরও পড়ুনঃ Justin Trudeau: জাস্টিন ট্রুডোর বিদায়, বুড়ো বয়সে কানাডার নতুন প্রধানমন্ত্রী হলেন কে?

উল্লেখ্য, দীর্ঘ ৯ বছর কানাডার প্রধানমন্ত্রীর পদে ছিলেন জাস্টিন ট্রুডো। তবে সাম্প্রতিককালে তাঁর জনপ্রিয়তা বা অ্যাপ্রুভাল রেটিংয়ে এতটাই ভাঁটা পড়ে যে তাঁর নিজের দল লিবেরাল পার্টির একাংশই ট্রুডোর ইস্তফা দাবি করেছিলেন। শেষপর্যন্ত প্রবল চাপের মুখে নতিস্বীকার করতেই হয়েছে ট্রুডোকে। গত জানুয়ারিতে জানিয়ে দেন যে আর তিনি প্রধানমন্ত্রীর আসনে বসতে চান না।

তবে আসনে বসতে না চাইলেও আসনের প্রতি মায়াও যে তিনি কাটাতে পারেননি এবারে সেটাই দেখা গেল। ট্রুডোর (Justin Trudeau) পরিবর্তে কানাডার নয়া প্রধানমন্ত্রী হয়েছেন ৫৯ বছর বয়সী মার্ক কার্নি (Mark Carney)। সোমবার, ১০ মার্চ শেষবারের মত সংসদ ভবনে তাঁর সঙ্গে দেখা করেন ট্রুডো। এসময়ই কানাডার পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স থেকে চেয়ার হাতে জিভ বের করে বেরিয়ে আসতে দেখা যায় কানাডার বিদায়ী প্রধানমন্ত্রীকে। যে মুহূর্তটি ভাইরাল হতেই নতুন করে চর্চা শুরু হয়েছে ট্রুডোকে নিয়ে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এর আগে বিদায়কালে আবেগতাড়িত হয়ে পড়েন বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো (Justin Trudeau)। ভারতের সঙ্গে কূটনৈতিক বিরোধের কারণে রীতিমত চাপে পড়েছিলেন তিনি। নিজের বিদায়ী ভাষণে তিনি বলেন, “দেশের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। গণতন্ত্র বা স্বাধীনতা দেওয়া হয় না। বর্তমানে পড়শী দেশের কাছে অস্তিত্বের সঙ্কট এবং আর আর্থিক সঙ্কটে ভুগছে কানাডাবাসী।” এরই সঙ্গে যোগ করেছেন, “আমায় ভুল বুঝবেন না। বিগত ১০ বছরে আমি যা করেছি তার জন্য গর্বিত।”