Medical College: মেডিক্যাল কলেজে আর্থিক দুর্নীতির অভিযোগ, গ্রেফতার ১

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: মালদা মেডিক্যাল কলেজ (Malda Medical College) এর ফ্যাসিলিটি ম্যানেজার অভিজিৎ দাস (Abhijit Das) কে আর্থিক দুর্নীতির (Financial Corruption) অভিযোগে গ্রেফতার করল সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (CBI)। সিবিআইয়ের কর্মকর্তারা অভিজিৎ দাসকে ইংরেজবাজার থানায় (English Bazar Police Station) নিয়ে যান এবং পরে তাকে ট্রানজিট রিমান্ডের (Transit Remand) মাধ্যমে কলকাতায় (Kolkata) নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন।

আরও পড়ুনঃ Burdwan Municipality: বেআইনি ৮ তলা বাড়ি ভাঙার নির্দেশ, মামলা আদালতে

ধৃত অভিজিৎ দাস কয়েক মাস আগে আলিপুরদুয়ার সরকারি হাসপাতাল (Alipurduar Government Hospital) থেকে বদলি হয়ে মালদা মেডিক্যাল কলেজে (Malda Medical College) যোগদান করেন। তার আগের কর্মস্থল ছিল কামারহাটি বিধানসভা কেন্দ্রের (Kamarhati Assembly) বরানগর হাসপাতাল (Baranagar Hospital), যেখানে তিনি ওয়ার্ড মাস্টার হিসেবে (Ward Master) কর্মরত ছিলেন। পুলিশ এবং সিবিআই সূত্রে খবর অভিজিৎ দাস একাধিক সরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতির (Financial Mismanagement) অভিযোগে শাস্তির সম্মুখীন হয়েছেন। বিশেষত, তিনি কলকাতার আলিপুরে (Alipur, Kolkata) একটি আর্থিক দুর্নীতি মামলায় (Corruption Case) গ্রেফতার হয়েছিলেন।

Medical College

মালদা মেডিক্যাল কলেজের ভাইস প্রিন্সিপাল ডাঃ প্রসেনজিৎ কুমার বার (Vice Principal Dr. Prosenjit Kumar Bar) বলেন, “সিবিআই কর্তৃপক্ষ একটি পুরনো মামলায় (Old Case) মেডিক্যাল কলেজের (Medical College) ফেসিলিটি ম্যানেজারকে গ্রেফতার করেছে। তিনি মাত্র চার মাস আগে আমাদের কলেজে যোগ দিয়েছিলেন এবং এর আগে তিনি আলিপুরদুয়ার (Alipurduar) এলাকায় কর্মরত ছিলেন।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এরই মধ্যে তদন্ত (Investigation) শুরু করেছে সিবিআই। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। জোরকদমে চলছে তদন্ত।