নিউজ পোল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) পর এবার আইপিএলের (IPL 2025) পালা। এদিকে তার আগেই খারাপ খবর পেল সঞ্জীব গোয়েঙ্কার লখনউ সুপার জায়ান্টস। সূত্রের খবর, চোটের জেরে অর্ধেক আইপিএলেই নামতে পারবেন না তরুণ ফাস্ট বোলার ময়ঙ্ক যাদব (Mayank Yadav)। তাঁর পেশির চোট এখনো পুরোপুরি সারেনি।
আরও পড়ুন: Champions Trophy : এক ঢিলে আসলে কটা পাখি মারলেন রোহিতরা?
ময়ঙ্ক (Mayank Yadav) খেলতে না পারলে তা যে লখনউয়ের জন্য এক বড় ধাক্কা হতে চলেছে সেটা বলার অপেক্ষা রাখে না। এর আগে ২০২৩ এর আইপিএলেও চোটের কারণে খেলা হয়নি ময়ঙ্কের। তবে ২০২৪ সালে অভিষেক করেই ১৫৫ কিলোমিটার গতিতে বল করে প্রচারের আলোয় আসেন তিনি। তাঁর বোলিংয়ে মুগ্ধ হয়েছিল গোটা ক্রিকেট দুনিয়া। অন্যদিকে লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজিও খুব স্বাভাবিকভাবেই ১১ কোটি টাকা খরচ করে দলে ধরে রাখে ২২ বছর বয়সী স্পিডস্টারকে।
কিন্তু এবার তাঁর খেলা নিয়েই দেখা দিল প্রশ্ন। শোনা যাচ্ছে, ঠিক কবে নাগাদ থেকে ময়ঙ্ক আইপিএলে নামতে পারবেন তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে, পেশিতে চোটের কারণে প্রথম ৬-৭টি ম্যাচ তাঁর খেলা হবে না। অর্থাৎ অর্ধেক আইপিএলেই থাকতে পারবেন না তরুণ পেসার। যদিও ময়ঙ্ক যাদবকে (Mayank Yadav) নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ তাঁর ফ্র্যাঞ্চাইজিও।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
শোনা যাচ্ছে, ময়ঙ্ককে সুস্থ করে তোলার চেষ্টায় কোনো ত্রুটি রাখছে লখনউ সুপার জায়ান্টস। পাশাপাশি চোটপ্রবণ ক্রিকেটারটিকে সুস্থ হয়ে ওঠার সময়ও দিচ্ছে তারা। লখনউ সুপার জায়ান্টসের ডিরেক্টর অব ক্রিকেটের পদে থাকা জাহির খান বলেন, “আমরা ময়ঙ্ককে ১৫০ শতাংশ ফিট দেখতে চাই। তবেই ও খেলতে নামবে। শুধু ১০০ শতাংশ ফিট হলেই ওকে খেলিয়ে দিতে রাজি নই আমরা।” উল্লেখ্য, এবারের নিলামে ঋষভ পন্থকে দলে শামিল করার পর তাঁকেই নেতৃত্বের ভার সঁপেছে সঞ্জীব গোয়েঙ্কার ফ্র্যাঞ্চাইজি। বিগত ব্যর্থতা ভুলে নতুন করে শুরু করতে চাইছে তারা। এই অবস্থায় ১১ কোটির পেসার ময়ঙ্ককে নিয়ে ধোঁয়াশা অনেকটাই অনিশ্চিত করে দিচ্ছে লখনউয়ের স্বপ্নকে।