নিউজ পোল ব্যুরো: ভারত-মরিশাস সম্পর্ক(India-Mauritius Relation) আরও দৃঢ় করতে এবং ভারত মহাসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক ও নিরাপত্তার সমীকরণ মজবুত করতে মরিশাস সফরে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের (Navinchandra Ramgoolam) আমন্ত্রণে এই দু’দিনের রাষ্ট্রীয় সফরে যোগ দিয়েছেন তিনি। মরিশাসের জাতীয় দিবস (National Day) উদযাপনে প্রধান অতিথি হিসেবেও উপস্থিত থাকবেন মোদী।মঙ্গলবার মরিশাসের বিমানবন্দরে (Mauritius Airport) পৌঁছতেই প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভ্যর্থনা জানান নবীনচন্দ্র রামগুলাম। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মরিশাস সরকারের প্রায় ২০০ জন কূটনীতিক ও বিভিন্ন দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। এই সফরের গুরুত্ব বোঝাতে প্রধানমন্ত্রী মোদী এক্স (X, formerly Twitter) হ্যান্ডেলে একটি পোস্টও করেন। তিনি লেখেন, “বন্ধু তথা প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের অভ্যর্থনায় আপ্লুত। এই সফরে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী।”
আরও পড়ুন:- AAP: গুজরাট-গোয়াতে একাই লড়বে আপ, জানিয়ে দিলেন অতিশী

মরিশাস কেবল ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ দ্বীপরাষ্ট্র নয়, এটি আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার (Gateway to Africa) হিসেবেও পরিচিত। সাম্প্রতিক সময়ে চীন (China) এই অঞ্চলে বাণিজ্যিক সম্প্রসারণ এবং নিরাপত্তা ক্ষেত্রে শক্তি বৃদ্ধি করছে, যা আন্তর্জাতিক মহলের নজরে রয়েছে। এই পরিস্থিতিতে, প্রধানমন্ত্রীর মরিশাস সফর কূটনৈতিকভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ(India-Mauritius Relation)। সফর শুরুর আগে মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, “ভারত মহাসাগরীয় অঞ্চলে মরিশাস ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু। আফ্রিকা মহাদেশের প্রবেশদ্বার হিসেবে দ্বীপরাষ্ট্রটির গুরুত্ব অপরিসীম। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমি আশাবাদী।”দু’দিনের এই সফরে প্রধানমন্ত্রী মোদীর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। প্রথম দিনে তিনি মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলাম, প্রেসিডেন্ট ধরম গোখুল (President Dharam Gokhool) এবং শীর্ষ কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া, তিনি ভারতীয় বিনিয়োগে (Indian Investments) গড়ে ওঠা ২০টিরও বেশি প্রকল্পের উদ্বোধন করবেন। মরিশাস সরকারের এক শীর্ষ আধিকারিকের মতে, এই সফরের মাধ্যমে দক্ষিণ-পূর্ব আফ্রিকার (Southeast Africa) গণতান্ত্রিক পরিকাঠামো আরও শক্তিশালী হবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
প্রধানমন্ত্রী মোদী তাঁর মরিশাস সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের ঘোষণা করবেন, যার মধ্যে রয়েছে বড় পরিকাঠামোগত উন্নয়ন (Infrastructure Development)। এছাড়াও, তিনি মরিশাসের প্রধানমন্ত্রী নবীনচন্দ্র রামগুলামের সঙ্গে যৌথভাবে সিভিল সার্ভিস কলেজ (Civil Service College) উদ্বোধন করবেন, যা প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই সফরকে(India-Mauritius Relation) কেন্দ্র করে ভারত ও মরিশাসের মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক ও প্রতিরক্ষা সম্পর্ক আরও মজবুত হবে বলে আশাবাদী দুই দেশের নেতৃত্ব। প্রধানমন্ত্রী মোদি এই সফরকে “দুই দেশের সম্পর্কের নতুন ও উজ্জ্বল অধ্যায়ের সূচনা” বলে অভিহিত করেছেন। তাঁর মতে, এই সফর ভারত-মরিশাস অংশীদারিত্বকে আরও উচ্চতায় নিয়ে যাবে, যা ভবিষ্যতে আঞ্চলিক স্থিতিশীলতা (Regional Stability) ও বাণিজ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।