নিউজ পোল ব্যুরো: বালোচিস্তানের (Balochistan) মাচ এলাকায় পেশওয়ার-কুয়েটা জাফর এক্সপ্রেসে সশস্ত্র হামলার ঘটনা (Pakistan Train Attack) ঘটেছে। সূত্রের খবর, কয়েকজন অজ্ঞাতপরিচয় অস্ত্রধারী হঠাৎ করেই ট্রেনে গুলি চালাতে শুরু করে। এই হামলার (Pakistan Train Attack) ফলে ট্রেন চালক আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। হামলা (Pakistan Train Attack) ঘটেছে কাচি জেলার মাচ শহরের আব-এ-গামের কাছে, যেখানে ছ’জন সশস্ত্র ব্যক্তি ট্রেনটির ওপর আক্রমণ চালায়।
আরও পড়ুন:Forest Department: চা বাগানে নতুন অতিথি
জাফর এক্সপ্রেস (Zafar Express) কোয়েটা (Quetta) থেকে পেশওয়ার (Peshawar) যাচ্ছিল এবং এই হামলা বোলান (Bolan) জেলার পার্বত্য অঞ্চলে ঘটেছে, যেখানে পৌঁছাতে কিছুটা সময় লাগছে। হামলাকারীরা ট্রেনের ৮ নম্বর টানেলে প্রবেশ করে এবং ট্রেনটি থামিয়ে দেয়। এই ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে, এবং রেল দফতর (Railway Department) থেকে জানানো হয়েছে যে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে আরও ট্রেন পাঠানো হচ্ছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
রেলওয়ে কন্ট্রোলার (Railway Controller) মুহাম্মদ কাশিফ জানিয়েছেন, জাফর এক্সপ্রেসের ৯টি বগিতে প্রায় ৫০০ জন যাত্রী ছিলেন। তিনি জানান, ট্রেনের কর্মচারী ও যাত্রীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা চলছে এবং ঘটনাস্থলে জরুরি পরিষেবা পাঠানো হচ্ছে। স্থানীয় সরকার সিবি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং অ্যাম্বুলেন্স ও নিরাপত্তারক্ষীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর প্রস্তুতি নিচ্ছেন। এই ভয়াবহ ঘটনার কারণে এলাকার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ (Anxiety) তৈরি হয়েছে। হামলাকারীরারা জানিয়েছে তাদের উপর পাক বায়ুসেনার হামলা বন্ধ করতে হবে। তা না হলে যাত্রীদের বড় ক্ষতির হুমকি দেওয়া হয়েছে।
আরও পড়ুন:Air pollution: বিশ্ব স্বাস্থ্য বিপর্যয়ের সামনে ভারত!