নিউজ পোল ব্যুরো: ফের নজির গড়ার পথে এসএসকেএম হাসপাতাল। বাংলার প্রথম কোনও সরকারি হাসপাতালে রোবট (Robot) বসতে চলেছে। চিকিৎসা ক্ষেত্রে খুলে যাবে অন্য দিগন্ত। আগেও বহু ক্ষেত্রে নজির গড়েছে এই এসএসকেএম (SSKM) হাসপাতাল।
পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের মধ্যে এই প্রথম বাংলার কোনও সরকারি হাসপাতাল এসএসকেএম-এ রোবোটিক সার্জারির (Robotic surgery )রোবট বসতে চলেছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের কোনও এইমস-এ নেই রোবোটিক সার্জারির রোবট । সূত্রের খবর এসএসকেএম হাসপাতালে খুব দ্রুত আস্তে চলেছে কেমব্রিজ মেডিক্যাল রিসার্চ নামে ব্রিটেনের কোম্পানির রোবট। অর্ডারও পাস হয়ে গিয়েছে বলেও জানা গিয়েছে। রোবোটিক সার্জারির রোবটির ট্যাক্স নিয়ে দাম ৬ কোটি ৪৪ লাখ টাকা।
আরও পড়ুনঃ Google: কোয়ান্টাম কাউন্টিংয়ে নতুন দিগন্ত
বর্তমান সময়ে দাঁড়িয়ে জটিল অস্ত্রোপচারের ক্ষেত্রে বাড়ছে রোবটিক (Robot) সার্জারির গুরুত্ব। একাধিক জটিল ও নির্ভুল অস্ত্রোপচারের জন্য চিকিৎসকরা ভরসা করেন এই রোবটিক সার্জারির (Robotic surgery) উপর। স্ত্রী রোগ, বক্ষ রোগ, কিডনি ইউরোলজি, শল্য, হৃদরোগ, গ্যাস্ট্রোএন্টেরোলজি এবং হেড অ্যান্ড নেক, স্তন, কোলন-ক্যানসারের জটিল অস্ত্রোপচার হয়ে থাকে রোবোটিক সার্জারির মাধ্যমে। কিন্তু বেসরকারি হাসপাতালে এই চিকিৎসার খরচ লাখ লাখ টাকা যা সাধারণ মানুষের আয়ত্বের বাইরে। রাজ্যের সাধারন মানুষ সরকারি হাসপাতালে যান সম্পূর্ণ বিনামূল্যে চিকিতসার জন্য। ব্যায়বহুল হওয়ার কারণে অনেকেই রোবটিক সার্জারি করাতে পারেন না। তবে এখ থেকে আর সেই ভাবনা থাকবে না। এসএসকেএম-এ (SSKM) এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে হবে রোবটিক সার্জারি।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/