Shiliguri: শিলিগুড়িতে চার দুষ্কৃতী গ্রেফতার, উদ্ধার ডাকাতির সরঞ্জাম

অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: ঘটনাটি ঘটে শিলিগুড়ির (Shiliguri Incident) ৩০ নম্বর ওয়ার্ডে। দেশবন্ধু পাড়া পাইপলাইন এলাকায় (Shiliguri, 30 Ward, Deshbandhu Para Pipeline Area), যেখানে একাধিক অপরাধ সংঘটিত করার জন্য ১০ থেকে ১২ জন দুষ্কৃতী জড়ো হওয়ার খবর পেয়েছিল শিলিগুড়ি থানার পুলিশ।। শিলিগুড়ি থানার পুলিশ (Shiliguri Police) একটি গুরুত্বপূর্ণ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrests) করতে সক্ষম হয়েছে চার দুষ্কৃতীকে।

আরও পড়ুন: Hyderabad: একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার

সূত্রের খবর ,পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি অপরাধীরা দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পুলিশের তৎপরতা এবং দক্ষতা এমনই ছিল যে, তারা ঘটনাস্থল থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও সরঞ্জাম উদ্ধার করতে পারে।
ধৃত চারজনের মধ্যে বিশাল হালদার, বাবাই কর্মকার, দ্বীপ ছেত্রী, এবং স্বপন রায় নামক অপরাধীরা রয়েছে। এদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে বিভিন্ন ধরণের অপরাধমূলক অভিযোগ।

আরও পড়ুন: Bratya Basu: বেসরকারি স্কুলের বেতন বৃদ্ধিতে লাগাম, ঘোষণা শিক্ষামন্ত্রীর

পুলিশের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, এরা পরিকল্পনা করে শহরের বিভিন্ন অংশে অপরাধের ঘটনা ঘটানোর জন্য প্রস্তুত হচ্ছিল। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া সরঞ্জামগুলি এই সন্দেহকে আরও দৃঢ় করে।এছাড়াও, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

গ্রেফতার হওয়া চার দুষ্কৃতীকে শিলিগুড়ি (Shiliguri Incident) মহাকুমা আদালতে পেশ করা হয়েছে। পুলিশ তাদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে এবং বাকিদের খোঁজে অভিযান অব্যাহত রেখেছে। এছাড়াও, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের আরও বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এই অভিযানের ফলে শিলিগুড়ি (Shiliguri) শহরের নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে আস্থা বেড়েছে এবং পুলিশ প্রশাসনের প্রতি মানুষের বিশ্বাস দৃঢ় হয়েছে। পুলিশ কর্তৃপক্ষরা আশা করছেন, এই ধরনের অভিযান ভবিষ্যতেও আরও শক্তিশালী, এবং অপরাধমূলক কার্যকলাপ (Criminal Activity Reduction) কমিয়ে আনা যায় তার দিকে নজর রাখছেন তারা।