নিউজ পোল ব্যুরো: কলকাতার (Kolkata) পার্ক সার্কাস সেভেন পয়েন্ট (Park Circus Seven Point) মোড়ের কাছে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident) ঘটল। মঙ্গলবার সকালে, চার নম্বর ব্রিজ (Bridge No. 4) থেকে পার্ক সার্কাস সেভেন পয়েন্টের দিকে যাচ্ছিলেন এক বাইক আরোহী (Bike Rider)। জানা গিয়েছে, তিনি পেশায় একটি অ্যাপ-ভিত্তিক (App-Based) বাইক পরিষেবার চালক ছিলেন। প্রত্যক্ষদর্শীদের মতে, বাইক চালক তার গন্তব্যস্থলের দিকে যাচ্ছিলেন এবং তার মোবাইল ফোনে (Mobile Location) লোকেশন চালু ছিল। ঠিক সেই সময়, একটি লরি (Truck) আচমকা তার পাশে চলে আসে। এরপর দুজনের মধ্যে রেষারেষি (Rash Driving) শুরু হয়। অভিযোগ, দ্রুতগতিতে চলতে থাকা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইক আরোহীকে ধাক্কা মারে। প্রচণ্ড আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন:- WB Assembly: সোমের পর মঙ্গলেও উত্তপ্ত বিধানসভা চত্বর, ওয়াকআউট বিজেপির
দুর্ঘটনার (Kolkata) পরপরই লরির চালক (Truck Driver) গাড়ি নিয়ে দ্রুত পালানোর চেষ্টা করেন। তবে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট মোড়ের কাছেই পুলিশ তৎপর হয়ে লরিটি আটক করে। লরির চালকসহ (Driver Arrest) যানটিকে বেনিয়াপুকুর থানায় (Beniapukur Police Station) নিয়ে যাওয়া হয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান নিচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এটি নতুন ঘটনা নয়। মাত্র এক সপ্তাহ আগেই এই একই এলাকায় একটি বাসের চাকা ফেটে (Bus Tire Burst) বড়সড় দুর্ঘটনা ঘটেছিল। এলাকাবাসীর মতে, পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রমশ দুর্ঘটনাপ্রবণ (Accident-Prone Zone) হয়ে উঠছে। স্থানীয়দের দাবি, ট্রাফিক নিয়ন্ত্রণ আরও কঠোর হওয়া দরকার এবং অতিরিক্ত নজরদারি প্রয়োজন। দুর্ঘটনার পরে এলাকাবাসী দ্রুত আহত বাইক চালককে উদ্ধার করে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালে (Chittaranjan National Medical College & Hospital) নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
ঘটনাস্থলে বেনিয়াপুকুর থানার ওসি (Officer-in-Charge) উপস্থিত ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, রেষারেষির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। তবে সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখে বিস্তারিত তদন্ত চালানো হবে বলে জানিয়েছে পুলিশ।বেপরোয়া লরি ও অন্যান্য ভারী যানবাহনের (Heavy Vehicles) অনিয়ন্ত্রিত গতিই শহরের দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বাইক আরোহীদের (Bike Riders) জন্য এটি আরও বিপজ্জনক। বিশেষজ্ঞদের মতে, যাত্রী ও চালকদের আরও সতর্ক হতে হবে এবং ট্রাফিক আইন (Traffic Rules) কঠোরভাবে মেনে চলতে হবে। এই মর্মান্তিক দুর্ঘটনা (Kolkata) আরও একবার শহরের রাস্তায় নিরাপত্তার (Road Safety) বিষয়টি সামনে এনেছে। প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ না নিলে, এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।