নিউজ পোল ব্যুরো: ত্রিপুরার (Tripura) কন্যা সন্তানদের ভবিষ্যৎ উন্নতির জন্য রাজ্য সরকার নতুন দুটি গুরুত্বপূর্ণ যোজনার ঘোষণা করল। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা (JP Nadda) ত্রিপুরার মেয়েদের জন্য মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা (CM Manik Saha) নেতৃত্বে এই দুটি প্রকল্প উন্মোচন করেন। উক্ত ঘোষণা ছিল ত্রিপুরা সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিশাল জনসমাবেশে, যা অনুষ্ঠিত হয়েছিল আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে। এই সুযোগগুলোর মাধ্যমে ত্রিপুরার কন্যা সন্তানেরা তাদের জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি ও ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক একটি শক্তিশালী ভিত্তি পাবে।
আরও পড়ুন: BJP: নারী উন্নয়নে জোর, প্রথম মহিলা সভাপতি পেতে পারে বিজেপি
কেন্দ্রীয় মন্ত্রী নাড্ডা জানান, প্রথম প্রকল্পটি হলো মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা (CM Balika Samriddhi Yojana), যা বিশেষভাবে ত্রিপুরার (Tripura) বিপিএল (BPL) পরিবারে কন্যা সন্তানদের জন্য। এই প্রকল্পের আওতায়, যদি কোনো বিপিএল পরিবারের কন্যা সন্তানের জন্ম হয়, তাহলে ত্রিপুরা সরকার সেই নবজাতক কন্যার নামে ৫০ হাজার টাকার বন্ড প্রদান করবে। এই বন্ডটি তার জন্মের সময় জমা দেওয়া হবে, এবং ১৮ বছর বয়সে পৌঁছানোর পর মেয়ে এটি গ্রহণ করতে পারবে।
দ্বিতীয় প্রকল্পটি হলো, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা (CM Kanya Atmanirbhar Yojana), যা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মেধাবী ফলাফল অর্জন করা ছাত্রীরা উপভোগ করবে। এই প্রকল্পের আওতায়, ত্রিপুরার (Tripura) বিভিন্ন বোর্ড পরীক্ষায় (Board Exams) বসা এবং মেধাবী ১৪০ জন ছাত্রীকে স্কুটি প্রদান করা হবে।
উল্লেখ্য, প্রকল্পের লক্ষ্য, কন্যা সন্তানদের শিক্ষা ও পেশাগত ক্ষেত্রে আরও শক্তিশালী করা, যাতে তারা আত্মবিশ্বাসী এবং স্বাবলম্বী হয়ে জীবনযাত্রা পরিচালনা করতে পারে। পাশাপাশি, এটি ত্রিপুরার (Tripura) মেয়েদের জন্য নতুন উদ্দীপনা সৃষ্টি করবে, যাতে তারা আরো বেশি পরিশ্রমী ও মেধাবী হয়ে উঠতে পারে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডার (JP Nadda) মতানুযায়ী, এই যোজনাগুলি রাজ্য সরকারের একটি দীর্ঘমেয়াদি উন্নয়নমূলক পরিকল্পনার অংশ, যার উদ্দেশ্য ত্রিপুরার তরুণী সমাজকে সামাজিক, অর্থনৈতিক ও শিক্ষা ক্ষেত্রে আরও উন্নত করা। ত্রিপুরার কন্যাদের জন্য এই নতুন সুযোগগুলো তাদের ভবিষ্যতকে আরও সমৃদ্ধ ও আত্মনির্ভর করে তুলবে।