WB Assembly: সোমের পর মঙ্গলেও উত্তপ্ত বিধানসভা চত্বর, ওয়াকআউট বিজেপির

breakingnews কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: সোমবারের পর মঙ্গলবারেও উত্তপ্ত রাজ্য বিধানসভা চত্বর (WB Assembly)। ওয়াকআউট করে বিজেপি। শুধু তাই নয় কাগজ ছিঁড়ে প্রতিবাদ জানাতে থাকেন বিজেপির (BJP) বিধায়করা । তার পরে বাইরে এসেও বিধানসভা চত্বরে বিক্ষোভ জারি রাখেন বিরোধীরা।

সোমবার থেকে শুরু হয়েছে বিধানসভা অধিবেশনের (West Bengal Legislative Assembly) দ্বিতীয় পর্ব। সোমবার সাসপেন্ড করা হয়েছিল এক বিজেপি বিধায়ককে। এই নিয়েই উত্তাপ বৃদ্ধি পায়। তার মধ্যেই মঙ্গলবার, ভোটার তালিকায় গরমিল এবং এপিক নম্বর নিয়ে আলোচনা না হওয়ায় প্রতিবাদ জানাতে অধিবেশনের জ়িরো আওয়ারে বিজেডি-সহ বিরোধীরা ওয়াকআউট করেছে। বিধানসভায় স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের  একটি সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানানো সময়ে বিজেপি বিধায়কেরা কার্যবিবরণীর কাগজ ছেঁড়েন। এতেই রেগে যান স্পিকার। তিনি তার পরেই অধিবেশনে  বিজেপি বিধায়কদের কোনও কাগজ না-দেওয়ার নির্দেশ দেন স্পিকার  বিমান বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়করা এদিন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার ঘটনা নিয়ে মুলতুবি প্রস্তাব আনতে চেয়েছিলেন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন বিষয়টি আগেই আলোচনা হয়ে গিয়েছে তাই সেই প্রস্তাব খারিজ করে দেন । এই সিদ্ধান্তের প্রতিবাদে বিধানসভার ভেতরে স্লোগান তোলেন বিজেপি বিধায়করা এবং ওয়াকআউট করেন।

আরও পড়ুনঃ Fake Voter: ভূতুড়ে ভোটার ইস্যুতে মুখ‍্য নির্বাচন কমিশনে TMC-BJP

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো, সোমবার সুর চড়ান শুভেন্দু অধিকারী সহ বিজেপি বিধায়করা। বিধানসভার ঘটনার পর (WB Assembly) সরকার বিরোধীদের কন্ঠ রোধ করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তাঁরা। এদিনের ঘটনার পর শুভেন্দু অভিযোগ করে বলেছেন, “ভারতীয় সংবিধানের বিরলতম ঘটনা যে, বিরোধী দলের বিধায়কদের বুলেটিন-সহ কার্যবিবরণীর কোনও কাগজ দেওয়া হবে না বলে নির্দেশ দিয়েছেন স্পিকার। আমরা বিজেপির বিধায়কেরা প্রতি দিন এক দিস্তা করে কাগজ নিয়ে যাব, প্রয়োজনে বিধানসভায় প্রতিবাদ জানিয়ে কাগজ ছিঁড়ব।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/