Kolkata Knight Riders: আইপিএল মোডে দেশ, কবে আসছেন নাইটরা?

breakingnews আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) শেষ। হপ্তা তিনেকের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে বিজয়ী হয়েছে টিম ইন্ডিয়া (Team India)। ১২ বছর পর কোন একদিনের ট্রফি এসেছে ঘরে। সেই রেশ এখনও পুরোপুরিভাবে কাটেনি। তাঁর মধ্যেই দরজায় কড়া নাড়ছে আইপিএল (IPL 2025)। বিশ্বের সবথেকে জনপ্রিয় ক্রিকেট লিগের ঢাকে কাঠি পড়তে বাকি আর দিন দশেক। আগামী ২২ মার্চ ইডেনে (Eden Gardens) বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) খেলবে বিরাট কোহলি-রজত পতিদারদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (KKR vs RCB) বিরুদ্ধে। টিকিট বুকিং (IPL 2025 Ticket Booking) শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। কিন্তু কবে আসছেন নাইটরা (KKR)?

আরও পড়ুন: IPL Ticket Booking: কবে থেকে পাওয়া যাবে কেকেআরের টিকিট?

কেকেআর (Kolkata Knight Riders) সূত্রে খবর মঙ্গলবার দুপুরের পর‌ থেকেই একের পর এক শহরে পা রাখতে চলেছে শাহরুখের দল। হেড কোচ চন্দ্রকান্ত পন্ডিত, নয়া অধিনায়ক-সহ‌ অধিনায়ক অজিঙ্ক রাহানে এবং ভেঙ্কটেশ আইয়ার সহ একঝাঁক ভারতীয় ক্রিকেটার কলকাতা ঢুকে যাবেন এদিন বিকেলে‌ই। আসতে পারেন প্রোটিয়া পেসার অনরিখ নোর্তিয়া‌ও। চোট সারিয়ে মাঠে নামার জন্য পুরোপুরি তৈরি তিনি। কিন্তু নাইটদের আরেক জোরে বোলার উমরান মালিক এখনও বেঙ্গালুরুর জাতীয় অ্যাকাডেমিতে রিহ্যাবে রয়েছেন। তবে টিম ম্যানেজমেন্ট আশাবাদী তাঁকেও আইপিএলের শুরু থেকেই পাওয়া যাবে।

১২ তারিখ সকালের ফ্লাইটেই ঢুকবেন কেকেআরের (Kolkata Knight Riders) দুই পুরনো এবং প্রধান অস্ত্র সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল। তাঁদের সঙ্গে‌ই আসবেন নতুন মেন্টর ডোয়েন ব্র্যাভো। গৌতম গম্ভীর ভারতীয় দলের কোচ হবার পর প্রাক্তন সিএসকে কোচ ব্র্যাভোকেই মেন্টর হিসেবে নিযুক্ত করেছে কেকেআর। সহকারী কোচ হিসেবে কেকেআর নিয়েছে আরেকজন ক্যারিবিয়ানকে। ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজের মত দলকে কোচিং করানোর অভিজ্ঞতা সম্পন্ন ওটিস গিবসন যোগ দিয়েছেন দলে। জানা গিয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই দলের বিদেশিরাও এসে যাবেন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

তবে বরুন চক্রবর্তী এবং হর্ষিত রানার মত চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী ভারতীয় তারকারা কিছুদিন বিশ্রাম নিয়ে আগামী ১৭ মার্চ দলের (Kolkata Knight Riders) সঙ্গে যোগ দেবেন। গতবছর টি-২০ বিশ্বকাপ জয়ের পর সংবর্ধনা দেওয়া হয়েছিল ভারতীয় দলকে। কিন্তু এবারে সেরকম কোন আয়োজন হচ্ছে না। রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর পুরো দল একসঙ্গে দেশেও‌ ফেরেনি। প্রত্যেকে যে যার মত দেশে ফিরেছেন। যেমন সোমবার‌ই দেশে ফিরেছেন কোচ গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা। সকলেই পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটিয়ে যে যার ফ্র্যাঞ্চাইজির অনুশীলনে যোগ দেবেন।