Delhi Capitals: কে হবেন অধিনায়ক? ঘোষণা শীঘ্রই

breakingnews আইপিএল ক্রিকেট ক্রীড়া

নিউজ পোল ব্যুরো: আইপিএল (IPL 2025) শুরু হতে বাকি আর মাত্র ১১ দিন। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) প্রথম ম্যাচ ২৪ মার্চ বিশাখাপত্তনমে লখন‌উ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে। সব দলের‌ই অধিনায়ক নির্বাচন হয়ে গেছে। কিন্তু এখনও পর্যন্ত অধিনায়ক ঘোষণা করতে পারেনি দিল্লি (DC)। ঋষভ পন্থকে (Rishabh Pant) ছেড়ে দেওয়ার পর কে‌এল রাহুলকে (KL Rahul) দলে নিয়েছে তারা। পন্থ গেছেন লখন‌উ -এ আর রাহুল এসেছেন দিল্লিতে। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল রাহুলকেই অধিনায়ক করা হবে। কিন্তু রাহুল নাকি রাজি হননি। তাই জানা গিয়েছে নেতৃত্বভার তুলে দেওয়া হতে পারে অলরাউন্ডার অক্ষর প্যাটেলের (Axar Patel) হাতে।

আরও পড়ুন: Kolkata Knight Riders: আইপিএল মোডে দেশ, কবে আসছেন নাইটরা?

সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যাট-বল দুই হাতেই ফর্মে ছিলেন অক্ষর। এর আগে গত মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়ক ছিলেন তিনি। ভারত সিরিজ জেতে ৪-১ ফলাফলে। এছাড়া আইপিএলেও একবার দিল্লির (Delhi Capitals) অধিনায়কের দায়িত্ব সামলেছেন বছর একত্রিশের ভারতীয় অলরাউন্ডার। গত বছর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু‌র বিরুদ্ধে নিষেধাজ্ঞা থাকার কারণে পন্থ না খেলায় তাঁর জায়গায় নেতৃত্ব দিয়েছিলেন গুজরাটের ‘বাপু’। স্লো-ওভার রেটের জন্য এক ম্যাচ নির্বাসিত ছিলেন পন্থ। কিন্তু একটি গোটা মরশুমে নেতৃত দেওয়ার অভিজ্ঞতা নেই তাঁর। কিন্তু তাঁর উপরেই ভরসা রাখছেন দিল্লি কর্তৃপক্ষ।

২০১৯ সাল থেকে দিল্লি ফ্র্যাঞ্চাইজির (Delhi Capitals) সঙ্গে রয়েছেন অক্ষর। আইপিএল ২০২৫ মেগা নিলামের আগে ১৮ কোটি টাকায় তাঁকে ধরে রেখেছিল দল। এখনও পর্যন্ত ১৫০ ম্যাচের আইপিএল কেরিয়ারে ১৩০.৮৮ স্ট্রাইক রেটে ১৬৫৩ রান রয়েছে তাঁর এবং ৭.২৮ ইকোনমি রেটে নিয়েছেন ১২৩ উইকেট।তবে আইপিএলে সেভাবে না হলেও ঘরোয়া টি-২০ লিগ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে গুজরাটকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে অক্ষরের।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) একটি সূত্র জানিয়েছে, “অধিনায়ক হিসেবে অক্ষর প্যাটেলের নাম ঘোষণা করা হতে পারে খুব শীঘ্রই।আমরা অধিনায়ক হিসেবে রাহুলকে চেয়েছিলাম। কিন্তু ও একজন খেলোয়াড় হিসেবেই দলে অবদান রাখতে চায়।” চলতি সপ্তাহে দিল্লিতে তিনদিনের একটি ট্রেনিং ক্যাম্প করে ১৭ তারিখ বিশাখাপত্তনম উড়ে যাবেন অক্ষর-রাহুলরা।