Aamir-Ranbir: মুখোমুখি আমির ও রণবীর! কী হতে চলেছে?

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বলিউডে নতুন জল্পনা! আমির খান (Aamir Khan) এবং রণবীর কপূর (Ranbir Kapoor) একসঙ্গে(Aamir-Ranbir) পর্দায় আসতে চলেছেন, তাও আবার একে অপরের বিরুদ্ধে! মঙ্গলবার এই রহস্য উস্কে দিলেন রণবীরের স্ত্রী এবং বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। তার শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, হাতে ধরা একটি পোস্টার, যেখানে লেখা – “একে ভার্সেস আরকে” (AK vs RK)। আর এই ঘোষণার পর থেকেই বলিপাড়ায় শুরু হয়েছে চর্চা। ইনস্টাগ্রামে (Instagram) শেয়ার করা ভিডিওতে আলিয়া বলেন, “আমি বহু দিন ধরেই অপেক্ষা করছিলাম এটা আপনাদের দেখানোর জন্য। আমার দুই প্রিয় অভিনেতা এবার একে অপরের বিরুদ্ধে!” এরপরই তিনি পোস্টারে দেখান আমির খান এবং রণবীর কপূরের ছবি। পোস্টারের ট্যাগলাইন – “বছরের সবচেয়ে বড় শত্রুতা” (Biggest Rivalry of the Year)।

আরও পড়ুন:- Nita Ambani: নীতা অম্বানীর প্রতিদিনের খরচ শুনলে চমকে যাবেন!

এতেই অনুরাগীদের মধ্যে প্রশ্ন জেগেছে – তাহলে কি বলিউডে আসছে এক বিশাল “ক্ল্যাশ” (Clash)? ছবিটি কি কোনো অ্যাকশন-থ্রিলার (Action-Thriller) হতে চলেছে? নাকি শুধুই কোনও বিজ্ঞাপনী প্রচার (Advertisement Campaign)? এই নতুন প্রজেক্টটি পরিচালনা করতে চলেছেন নিতেশ তিওয়ারি (Nitesh Tiwari), যিনি এর আগে ‘দঙ্গল’ (Dangal) এবং ‘ছিছোরে’ (Chhichhore)-র মতো ব্লকবাস্টার (Blockbuster) সিনেমা উপহার দিয়েছেন। তবে এখনো স্পষ্ট নয়, এটি (Amir-Ranbir) কোনও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র (Feature Film) নাকি শুধুই একটি বিজ্ঞাপন (Commercial Ad)। যদিও আলিয়া এখনই প্রকল্পটি সম্পর্কে কিছু বিস্তারিত বলেননি, তবে সূত্র বলছে, এটি হয়তো কোনও ব্র্যান্ড ক্যাম্পেইন (Brand Campaign) হতে পারে, যেখানে আমির ও রণবীর একে অপরের প্রতিদ্বন্দ্বী (Rival) হিসেবে দেখা দেবেন। কারণ, এই দুই তারকাই সোশ্যাল মিডিয়া (Social Media) ব্যবহার করেন না, তাই আলিয়াকেই তাদের নতুন কাজের প্রচারের দায়িত্ব নিতে হয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

এদিকে, আমির খান বর্তমানে ব্যস্ত তাঁর আসন্ন সিনেমা ‘সিতারে জমিন পর’ (Sitare Zameen Par) নিয়ে, যা ‘তারে জমিন পর’-এর (Taare Zameen Par) একটি স্পিরিচুয়াল সিক্যুয়েল (Spiritual Sequel) বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, রণবীর কপূর প্রস্তুতি নিচ্ছেন সঞ্জয় লীলা ভন্সালী (Sanjay Leela Bhansali)-র আসন্ন বিগ বাজেট ফিল্ম ‘লাভ অ্যান্ড ওয়ার’ (Love and War)-এর জন্য। এখন আসল প্রশ্ন, এই “একে ভার্সেস আরকে” (AK vs RK) আসলে কী? সিনেমা নাকি বিজ্ঞাপন? যদি এটি সিনেমা হয়, তাহলে এটি কি হবে বছরের অন্যতম বড় ফেস-অফ (Face-off)? আর যদি বিজ্ঞাপন হয়, তাহলেও দুই সুপারস্টারকে একসঙ্গে দেখার উত্তেজনা কম নয়! অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন – আমির ও রণবীর (Aamir-Ranbir) কীভাবে স্ক্রিন শেয়ার করবেন? এটি কি হবে একটি রোমাঞ্চকর ফিল্ম নাকি শুধুই একটি স্মার্ট মার্কেটিং স্ট্র্যাটেজি (Marketing Strategy)? উত্তর মিলবে খুব শীঘ্রই!