নিউজ পোল ব্যুরো: হলদিয়া (Haldia) শহর থেকে সম্প্রতি গ্রেফতার হয়েছেন কংগ্রেস নেতা অধীররঞ্জন চৌধুরীর (Adhir Chowdhury) ঘনিষ্ঠ সহকারী প্রদীপ্ত রাজ পণ্ডিত (Pradipt Raj Pandit)। সূত্রের খবর, প্রদীপ্ত দীর্ঘদিন ধরে অধীর চৌধুরীর সহকারী হিসেবে কাজ করছিলেন এবং বিভিন্ন রাজনৈতিক পরিচয়ে (Political Identity) তোলাবাজি করতেন। আর সেই কারণেই, পুলিশের (Police) কাছে একাধিক অভিযোগ জমা পড়েছিল।
আরও পড়ুনঃ Pakistan Train Hijack: প্রতি ঘন্টায় ৫ জনকে খতমের হুঁশিয়ারি, চরম নিন্দা রাষ্ট্রপুঞ্জের
এখানে উল্লেখ্য, তিনি সব সময় নীল বাতি লাগানো গাড়িতে (Blue Light Car) ঘোরাফেরা করতেন এবং কখনও আইএএস (IAS) অফিসার পরিচয়, কখনও আবার অন্য পরিচয়ে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে টাকা আদায় করতেন। এ ধরনের অসাধু কর্মকাণ্ডের জন্য তাঁর বিরুদ্ধে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছিলেন।
প্রদীপ্ত রাজ পণ্ডিতের রাজনৈতিক জাল বিস্তার ছিল অত্যন্ত বিস্তৃত। গ্রেফতারের পর, প্রদীপ্তের (Pradipt Raj Pandit) বিরুদ্ধে যে যে অভিযোগ উঠে এসেছে, তাতে তার অপরাধের জাল আরও স্পষ্ট হয়েছে। অনেকেই জানিয়েছেন যে, প্রদীপ্ত এই ধরণের কাজে তাঁর সঙ্গীদেরও সমর্থন করতেন এবং তাঁর পরিচিতি ব্যবহার করে এই অসাধু ধরনের কার্যকলাপ চালিয়ে যেতেন।
আরও পড়ুনঃ Ration Card: রাজ্য সরকারের আধার- ব্যাঙ্ক সংযুক্তিকরণ, খাদ্যসাথী প্রকল্পে উদ্বেগ
এখন প্রশ্ন উঠছে, এর সঙ্গে আরও কোনো বড় রাজনৈতিক চক্র জড়িত কি না। বিশেষত, প্রদীপ্তের আড়ালে থেকে চলা এই ধরনের কর্মকাণ্ড রাজনৈতিক অঙ্গনে যে ধরনের অশান্তি সৃষ্টি করতে পারে, তা নিয়ে অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
যদিও এই বিষয়ে কংগ্রেস নেতা অধীর চৌধুরী (Adhir Chowdhury) কোনও প্রতিক্রিয়া দেননি। এখন পুলিশ তদন্ত চালিয়ে দেখবে, প্রদীপ্তের এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে অন্য কেউ যুক্ত ছিল কি না, এবং তাঁর রাজনৈতিক সম্পর্কের কোনো গভীর রহস্য রয়েছে কি না।