Pakistan Train Hijack: প্রতি ঘন্টায় ৫ জনকে খতমের হুঁশিয়ারি, চরম নিন্দা রাষ্ট্রপুঞ্জের

অপরাধ আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে জাফর এক্সপ্রেসের হাইজ্যাক হওয়ার ঘটনায় (Pakistan Train Hijack) বাড়ছে চাপানউতোর। পাকিস্তানের সরকার চরম বোকামি করছে দাবি করে এবার চূড়ান্ত হুঁশিয়ারি দেওয়া হল বালুচ লিবারেশন আর্মির (BLA) তরফে। তারা জানিয়ে দিল যে, তাদের দাবি না মানা হলে প্রতি ঘন্টায় ৫ জন করে পণবন্দিকে হত্যা করা হবে।

আরও পড়ুনঃ Ration Card: রাজ্য সরকারের আধার- ব্যাঙ্ক সংযুক্তিকরণ, খাদ্যসাথী প্রকল্পে উদ্বেগ

এদিকে পুলিশের দাবি, ১৫৫ জন পণবন্দিকে মুক্ত করতে সক্ষম হয়েছে তারা। পাশাপাশি ২৭ জন সন্ত্রাসবাদীকে শেষ করে দেওয়া হয়েছে। এর আগে হামলাকারী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির তরফে দাবি করা হয়েছিল, ট্রেনের ১৮২ জন যাত্রীই তাদের কব্জায় রয়েছে। তবে সেই দাবি খারিজ করে পুলিশও পাল্টা জানায় যে, মাত্র ৩৫ জন যাত্রীকেই পণবন্দি করতে পেরেছে বিএলএ।

রাতভর চলেছে দুই পক্ষের গুলির লড়াই। গোটা চত্বর ঘিরে ফেলেছে নিরাপত্তা রক্ষীর দল। ক্রমাগত ড্রোন হামলা চালাচ্ছে পাক সেনা। এরই জেরে হুঁশিয়ারি দেওয়া হয়েছে বালুচ লিবারেশন আর্মির তরফ থেকে। তাদের মুখপাত্র জিয়ন্দ বালুচ চূড়ান্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, “পাকিস্তান সরকার একেবারে দায়িত্বজ্ঞানহীনের মত কাজ করেছে। এটা বোকামি। যে গোলাগুলি ওরা চালাচ্ছে তা অবিলম্বে থামাতে হবে।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এদিকে পাকিস্তানের ট্রেন হাইজ্যাকের ঘটনায় (Pakistan Train Hijack) উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জ। সংস্থাটির জেনারেল সেক্রেটারি অ্যান্তোনিও গুতেরেস ঘটনাটির তীব্র নিন্দা জানান। অনতিবিলম্বে হাইজ্যাক হওয়া ট্রেনের পণবন্দিদের মুক্তির দাবি জানিয়েছেন তিনি। সূত্রের খবর, যাঁদের পণবন্দি করা হয়েছে তাঁরা সকলেই সরকারি কর্মচারী। সেনা, আইএসআই কিংবা প্রশাসনের সঙ্গে যুক্ত তাঁরা। বালুচ লিবারেশন আর্মি এঁদের বিনিময়ে বালুচ আন্দোলনের সঙ্গে যুক্ত নেতাদের মুক্তির শর্ত রাখা হয়েছে। আর এই শর্ত মানতে হবে ৪৮ ঘন্টার মধ্যেই।