নিউজ পোল ব্যুরো: নানডালা চা বাগানে (Tea Garden) তাণ্ডব চালানোর পর অবশেষে ঘুমপাড়ানি ওষুধের মাধ্যমে বাইসনটিকে (Bison Attack) শান্ত করা হয়েছে। বুধবার সকাল থেকে আলিপুরদুয়ার (Alipurduar) জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের নানডালা চা বাগান ও তার আশপাশের এলাকায় এক বাইসন তাণ্ডব চালাচ্ছিল। বাইসনটি প্রথমে নানডালা চা বাগানে প্রবেশ করে এবং তারপর বিরবিট এলাকার বীরপাড়া বাগান হয়ে ফের নানডালা চা বাগানে ফিরে আসে। এর মধ্যে বাইসনটি (Bison Attack) এলাকাবাসীদের জন্য বিপদসঙ্কুল হয়ে ওঠে এবং দুজন লোক আহত হন। শান্তি তির্কি (৩৫) এবং নিতেশ উরাঁও (১৬) নামক দুই বাসিন্দা আহত হন।
আরও পড়ুন:Bangladeshis: অভিযান শুরু বিজেপি সরকারের দিল্লিতে গ্রেফতার ২৪ বাংলাদেশি

এই ঘটনার পর, স্থানীয় পুলিশ এবং বনকর্মীরা (Forest worker) দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা বাইসনটিকে (Bison Attack) ধরার জন্য বিভিন্ন ব্যবস্থা নিতে শুরু করেন। বেশ কিছুক্ষণ পর, বনদফতরের কর্মীরা ঘুমপাড়ানি ওষুধের মাধ্যমে বাইসনটিকে শান্ত করেন। এর ফলে বাইসনটি কিছুটা নিস্তেজ (Dull) হয়ে যায় এবং বনকর্মীরা (Forest worker) সেটিকে নিরাপদে আটক করতে সক্ষম হন।

বনদফতরের (Forest Department) পক্ষ থেকে জানানো হয়েছে যে, বাইসনটিকে বনাঞ্চলে পুনর্বাসিত করার পরিকল্পনা রয়েছে, যাতে এটি মানুষের আবাসস্থলে (Habitat) আর কোনো বিপদ সৃষ্টি না করে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এবং তাদের অবস্থার ওপর নজর রাখা হচ্ছে। প্রশাসনও (Administration) এই ঘটনায় দ্রুত ব্যবস্থা (Quick action)নিয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা (Security) নিশ্চিত করতে কাজ করছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/
এলাকার বাসিন্দারা জানান, এর আগেও কখনো কখনো এমন ঘটনা ঘটেছে, তবে এবারের তাণ্ডব ছিল সবচেয়ে বড়। বাইসনটি যে ক্ষতি করতে পারে, তা না বোঝে বহু লোকই প্রথম দিকে ভয় পেয়ে গিয়েছিল। তবে এখন সবাই স্বস্তির নিঃশ্বাস (Breath of relief) ফেলছে যে, বাইসনটিকে শান্ত করা গিয়েছে এবং এলাকাবাসীরা নিরাপদ।
আরও পড়ুন:Siliguri Incident: শিলিগুড়িতে অবৈধ নির্মাণ বিরোধী অভিযান