Bongaon: কাকাকে পিটিয়ে খুন, গ্রেফতার ভাইপো-বউদি

breakingnews অপরাধ জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: জমি নিয়ে দীর্ঘদিনের বিবাদের জেরে রক্তক্ষয়ী সংঘর্ষ! বনগাঁ (Bongaon) থানার চাঁদা জামতলা (Chanda Jamtala) এলাকায় জমির দখল নিয়ে তীব্র বচসার পর এক প্রৌঢ়কে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল পরিবারেরই সদস্যদের বিরুদ্ধেই। বনগাঁর (Bongaon) এই ঘটনায় অভিযুক্ত নিহত ব্যক্তির ভাইপো (nephew) ও বউদি (sister-in-law)। এই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ, শুরু হয়েছে তদন্ত। এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: “শুভেন্দুর ঠ্যাং ভেঙে দেব”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জমি সংক্রান্ত বিবাদ (land dispute) চলছিল ৫৮ বছরের হানেফ মণ্ডল (Hanef Mondal) এবং তাঁর ভাইপো পিয়ানুর মণ্ডলের (Pianur Mondal) মধ্যে। পারিবারিকভাবে জমির মালিকানা নির্ধারণের বিষয়ে মতবিরোধ ছিল। অভিযোগ, এর আগেও হানেফকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, অভিযুক্তরা নিজেদের মতো করে জমি মেপে নিয়েছিলেন এবং হানেফ মণ্ডলকে সেই জমি ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। এমনকি, নিয়মিত ভয় দেখানো হত বলেও অভিযোগ। মৃতের পুত্রবধূ মুসলিমা মণ্ডল (Muslima Mondal) বলেন, “ওরা আমার শ্বশুরকে খুন করেছে। দিনের পর দিন হুমকি দিয়েছে, আর আজ সেটা সত্যি করল। আমরা চাই দোষীদের কঠোর শাস্তি হোক।” গুরুতর আহত অবস্থায় হানেফ মণ্ডলকে বনগাঁ (Bongaon) মহকুমা হাসপাতালে (Bongaon Sub-Divisional Hospital) নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই নৃশংস হত্যাকাণ্ডের (brutal murder) ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জমি সংক্রান্ত বিবাদ যে কতটা ভয়ঙ্কর হতে পারে, এই ঘটনা তার জ্বলন্ত উদাহরণ। পুলিশ জানিয়েছে, ঘটনার পিছনে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।