Pakistan Train Hijack: পণবন্দিরা সকলেই সরকারি কর্মী, ট্রেন উদ্ধারে রাতভর গুলির লড়াই

breakingnews অপরাধ আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে হাইজ্যাক হওয়া জাফর এক্সপ্রেসের (Pakistan Train Hijack) ৩৫০ জন যাত্রীই সুরক্ষিত। এমন ঘোষণাই করল পাক পুলিশ। এর আগে হামলাকারী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মির তরফে দাবি করা হয়েছিল যে ট্রেনের ১৮২ জন যাত্রীই তাদের কব্জায় রয়েছে। তবে সেই দাবি খারিজ করে পুলিশ জানিয়েছে, মাত্র ৩৫ জন যাত্রীকেই পণবন্দি করতে পেরেছে বিএলএ।

আরও পড়ুনঃ Justin Trudeau: চেয়ার হাত বেরিয়ে পড়লেন থেকে পার্লামেন্ট থেকে, ট্রুডোর কীর্তিতে থ বিশ্ব

পাকিস্তানের এক প্রথম সারির সংবাদমাধ্যম সূত্রে খবর, পাক ডিস্ট্রিক্ট সিনিয়র অফিসার রানা দিলওয়ার জানিয়েছেন, “হাইজ্যাক হওয়ার ট্রেন থেকে ইতিমধ্যেই ৩৫০ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। আর তাদের ফিরিয়ে আনতে রিলিফ ট্রেনও পাঠানো হয়েছে ঘটনাস্থলে।” পাশাপাশি পাক পুলিশের তরফে এও দাবি করা হয়েছে, মহিলা এবং শিশুরা সুরক্ষিতই রয়েছে।

যদিও সন্ত্রাসবাদীদের হাতে এখনো ৩৫ জন যাত্রী পণবন্দি অবস্থায় রয়েছেন। যে বিষয়টি রীতিমত উদ্বেগজনক। এই পণবন্দি যাত্রীদের বিনিময়ে বালুচ আন্দোলনকারীদের মুক্তির দাবি জানিয়েছে বালুচ লিবারেশন আর্মি। আর এই দাবি পূরণের জন্য ৪৮ ঘন্টার সময়সীমাও বেঁধে দিয়েছে তারা। এদিকে সূত্রের খবর, যাঁদের পণবন্দি করা হয়েছে তারা প্রত্যেকেই সরকারি কর্মী। সরকারি আমলা থেকে শুরু করে সেনাবাহিনীতে কাজ করা কর্মীও রয়েছেন তাঁদের মধ্যে। তাঁদের উদ্ধার করতে চলছে গুলির লড়াই।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

মঙ্গলবার সকালে সন্ত্রাসবাদীদের দ্বারা জাফর এক্সপ্রেস হাইজ্যাক (Pakistan Train Hijack) হওয়ার পর রাতভর চলেছে এই গুলির লড়াই। সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, এখনো পর্যন্ত মোট ১০৪ জন পণবন্দিকে উদ্ধার করেছে পুলিশ। সেইসঙ্গে খতম ১৬ জঙ্গি। পাক সংবাদ মাধ্যম সূত্রের খবর, গোটা চত্বর ঘিরে ফেলেছেন নিরাপত্তা রক্ষীরা। উল্লেখ্য ট্রেন কব্জা করার পর যাত্রীদের পণবন্দি করার পাশাপাশি ৩০ জন নিরাপত্তারক্ষীকে শেষ করেছে সন্ত্রাসবাদীরা।