নিউজ পোল ব্যুরো: সোমবারের শিলিগুড়ির ঘটনার পর এবার কলকাতায় স্কুলের সামনে পুলকারে আগুন (Fire in school bus)। গোটা ঘটনাকে কেন্দ্র করে ছাত্র ও অভিভাবকদের মধ্যে ব্যপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে বালিগঞ্জের শিক্ষা সদন স্কুলের সামনে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা স্কুলবাস থেকে আচমকা ধোঁয়া দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পড়ুয়াদের বাসটি স্কুলে নিয়ে আসার পর পার্ক করানো ছিল। ঠিক তখনও বাসের মধ্যে থেকে ধুঁয়া দেখতে পান আশেপাশের লোকজন। তারপরেই বাস থেকে আগুন জ্বলতে দেখা যায়। বিষয়টি গুরুতর বুঝতে পেরেই দ্রুত দমকলে ফোন করেন স্থানীয়রা। আগুন লাগার খবর পেয়েই দমকলের একটি ইঞ্জিন হাজির হয় ঘটনাস্থলে। সৌভাগ্যবশত ওই সময়ে বাসে কোনও পড়ুয়া না থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে ব্যপক আতঙ্কের সৃষ্টি হয়। কিভাবে এই আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুনঃ Fire: আচমকাই আগুন লাগল ছাত্র বহনকারী চলন্ত স্কুল গাড়িতে
উল্লেখ্য, এই ধরনের ঘটনা সোমবারে ঘটেছিল শিলিগুড়িতে। সেখানেও একটি ছাত্রবহনকারী পুলকারে আগুন (Fire in school bus) লেগে যায়। সেই সময়ে পুলকালে ১২ জন ছাত্র ছিল বলেও খবর মিলেছিল। সোমবার শিলিগুড়ির মাটিগাড়ার একটি বেসরকারী স্কুলের ছাত্রদের নিয়ে ফেরার সময় দেবীডাঙ্গার কাছে যান্ত্রিক ত্রুটির কারনে গাড়িটিতে আগুন ধরে যায় এবং গাড়িটি সম্পূর্ন ভষ্মীভূত হয়ে যায়। সূত্রের খবর সেই সময় গাড়িতে ছিল প্রায় ১২জন স্কুল পড়ুয়া। গাড়িতে আগুন লাগার পরেই গাড়ির ভেতর থেকে তৎক্ষণাৎ চালকের তৎপরত বের করা হয় ১২জন পড়ুয়াকে। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং প্রধান নগর থানার পুলিশ। ঘটনা জানাজানি হতেই স্কুল কর্তৃপক্ষ ও স্কুল পড়ুয়াদের অভিভাবকরা ঘটনাস্থলে পৌঁছায়। স্বাভাবিক ভাবেই স্কুল গাড়িতে আগুন লাগার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/