নিউজ পোল ব্যুরো: শিলিগুড়ি মহকুমার ভারত-নেপাল সীমান্ত (India-Nepal Border) ঘুরে দেখলেন রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। বুধবার তিনি শিলিগুড়ির খড়িবাড়ি ব্লকের পানিটাঙ্কি (Panitanki) সীমান্তে যান এবং সেখানকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। এদিন সকালে রাজ্যপাল প্রথমে রানিডাঙ্গার এসএসবি ক্যাম্প (SSB Camp) পরিদর্শন করেন। এরপর সড়কপথে তিনি পানিটাঙ্কির ভারত-নেপাল সীমান্তে পৌঁছান। সীমান্তে পৌঁছে তিনি প্রথমেই সীমান্ত সুরক্ষার দায়িত্বে থাকা সীমান্ত নিরাপত্তা বাহিনী (SSB – Sashastra Seema Bal)-র আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে তিনি টোটোতে (E-Rickshaw) চেপে পুরো সীমান্ত এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।
আরও পড়ুন:- Adhir Chowdhury: তোলাবাজিতে গ্রেফতার অধীরের ঘনিষ্ঠ সহকারী

সীমান্ত (India-Nepal Border) পরিদর্শনের পর রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে, ভারত-নেপাল সীমান্তে এসএসবি জওয়ানরা (SSB Jawans) সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে কাজ করছে, যাতে সীমান্ত এলাকায় নিরাপত্তা বজায় রাখা যায়। ভারত এবং নেপালের মধ্যে ঐতিহাসিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এই দুই দেশ সীমান্ত নিরাপত্তার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা করে আসছে। রাজ্যপাল আরও উল্লেখ করেন যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi) নেতৃত্বে ভারত সরকার সীমান্ত এলাকার উন্নয়নের জন্য একাধিক মেগা প্রকল্প (Mega Projects) বাস্তবায়ন করছে। এসব প্রকল্প শুধু সীমান্ত এলাকার মানুষের জীবনযাত্রার মানোন্নয়নই করছে না, বরং দেশের সামগ্রিক নিরাপত্তাও আরও সুদৃঢ় করছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
সীমান্ত পরিদর্শনের (India-Nepal Border) পর রাজ্যপাল সোজা চলে যান ‘আমার গ্রাম’ (Amar Gram Project) প্রকল্পের এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ উন্নয়ন এবং সীমান্তবর্তী অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন করা। রাজ্যপালের এই সফর সীমান্ত এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি উন্নয়নমূলক প্রকল্পগুলির কার্যকারিতা পর্যবেক্ষণের দিক থেকেও তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।