Jagan Mohan Reddy: শিশমহল নিয়ে উত্তাল অন্ধ্রপ্রদেশ

দেশ

নিউজ পোল ব্যুরো: অন্ধ্রপ্রদেশের (Andhra Pradesh) রাজনীতিতে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে ‘অন্ধ্রের শিশমহল’ (Shishamahal in Andhra Pradesh) নামক এক অতিকায় প্রাসাদ। এই প্রাসাদটি একসময় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী (Jagan Mohan Reddy) ওয়াইএস জগন্মোহন রেড্ডির (Jagan Mohan Reddy) বাসভবন (Residence) এবং অফিস (Office) হিসেবে ব্যবহৃত হত। ৫০০ থেকে ৬০০ কোটি টাকার এই প্রাসাদ এখন পরিবেশ দূষণের (Environmental pollution) অভিযোগে অভিযুক্ত হয়েছে। বেশ কিছু রাজনৈতিক নেতা (Political leader) ও বিশ্লেষক দাবি করছেন, এই প্রাসাদটি শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারই নয়, রাজ্যের সরকারিভাবে পরিচালিত প্রকল্প হিসেবে প্রদর্শিত হলেও এর প্রকৃত উদ্দেশ্য ছিল ব্যক্তিগত সুবিধা অর্জন।

আরও পড়ুন:kolkata Police: বেআইনি অস্ত্র কারখানার হদিশ পেল STF

এটির ভেতরে রয়েছে স্বর্ণখচিত স্থাপত্য (Gold-plated architecture) , ইটালিয়ান মার্বেলের মেঝে (Italian marble floors), এবং অত্যন্ত দামি আসবাবপত্র, যা এই প্রাসাদকে আরও বিতর্কিত করে তুলেছে। এটি এমন এক জায়গায় নির্মিত যেখানে প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য কোনো ধরনের বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়নি। এই কারণে প্রকল্পটি পরিবেশ সংক্রান্ত (Environmental) অভিযোগের মুখোমুখি হয়েছে। বিরোধীরা বলছেন, এই প্রাসাদ তৈরির মাধ্যমে জনগণের অর্থ অপচয়ের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের পরিবেশের ক্ষতি হচ্ছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

রাজ্য সরকারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে, এটি একটি পর্যটন উন্নয়ন প্রকল্প, যা ২০২১ সালের ১৯ মে পরিবেশ ও বন মন্ত্রকের অধীনে অনুমোদিত হয়েছে। তবে বিরোধীরা একে ব্যক্তিগত প্রকল্প হিসেবে আখ্যা দিচ্ছেন, যা শুধুমাত্র জগন্মোহন রেড্ডির (Jagan Mohan Reddy) জন্য নির্মিত। এর ফলে রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি হয়েছে।

একই ধরনের বিতর্ক দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) ‘শিশমহল’ নিয়েও সৃষ্টি হয়েছিল, যা তার বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। সেখানে জমি অধিগ্রহণের অভিযোগ ওঠে এবং জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়। অন্ধ্রপ্রদেশের এই নতুন বিতর্কের ফলে রাজনৈতিক অঙ্গনে আরও উত্তেজনা তৈরি হয়েছে।

আরও পড়ুন:Hyderabad: একই পরিবারের ৪ জনের দেহ উদ্ধার