নিউজ পোল ব্যুরো: বিধানসভার ঘটনা নিয়েই উত্তাল রাজ্য-রাজনীতি। মঙ্গলবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠক করে বলেছিলেন ‘ক্ষমতায় আসার পর মুসলিম বিধায়কদের চেয়ার থেকে চ্যাংদোলা করে রাস্তায় ফেলব’। সেই মন্তব্যকে ঘিরেই বিতর্ক সৃষ্টি হয়েছে। ঝড় উঠেছে রাজনৈতিক মহলে। সেই সঙ্গেই বিধানসভায় কালো কাপড় পড়ে বিজেপি প্রতিবাদের ঝড় তুলেছে। এই সব নিয়ে নাম না করে শুভেন্দু অধিকারীকে বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বললেন ‘কাক পেখম পরলেও ময়ূর হয়ে যায় না।’ সেই সঙ্গেই ধর্মের নামে বিজেপির ঘৃণ্য রাজনীতির প্রতিবাদ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। অনেকেই বলছেন এবার মমতা-শুভেন্দুর দ্বৈরথ দেখতে চলেছে বঙ্গবাসী।
এদিন নাম না করে শুভেন্দুর মন্তব্যের বিরোধীতা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “মানবিকতাই সবচেয়ে বড়, ধর্ম নিয়ে কিছু হয় না। মানুষের আচরণ মানুষের মতন হওয়া উচিত। এভাবে কোনও ধর্মকে অপমান করা চলতে পারে না।” বিধানসভায় তৃণমূল নেত্রী আরও বলেন, “গতকালের বিবৃতি আমি শুনেছি। চেয়ারটা সকলের। মাননীয় অধ্যক্ষ যদি কারও কিছু বলার থাকে বলতে পারে। আমি বসে শুনবো। আমার কথা ওরা শুনবে না ওরা চিৎকার করবে, এটা গণতন্ত্র নয়।” সেই সঙ্গেই মুখ্যমন্ত্রী বিরোধী শিবিরকে মানবিকতার পাঠ শিখিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “আমাদের দেশ সৌজন্যের দেশ। সার্বভৌমত্বের দেশ। আমাদের রক্তে কোনও ধর্ম লেখা থাকে না। মানবিকতাই আসল ধর্ম। এখানে কোনও সম্প্রদায়কে অপমান করা আমরা বরদাস্ত করব না।” শুভেন্দুর নাম উচ্চারণ না করেই মমতা বলেন, “ইটস বেটার টু ইগনোর হিম। কংগ্রেসে ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে আসে। তৃণমূলকে ঘেঁটে দিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছিল। এবার আবার অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এল বলে।”
আরও পড়ুনঃ Jadavpur: মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার হাইকোর্টের
প্রসঙ্গত, মঙ্গলবার বিধানসভার বাইরে থেকে শুভেন্দু বলেছিলেন, ”ওঁদের তো হারাবই। আর বিজেপি ক্ষমতায় আসবে। তখন ওদের দল থেকে যে কজন মুসলিম বিধায়ক জিতে আসবে, তাদের চ্যাংদোলা করে রাস্তায় ছুঁড়ে ফেলে দেব।” এই মন্তব্যকে ঘিরেই বিতর্কের সুত্রপাত। এদিন বিধানসভায় বিজেপির বিক্ষোভকে ঘিরে ক্ষোভ উগড়ে দেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) বলেন, “বিজেপি হইচই করছে। আমায় বলতে দিন। চেয়ার কিন্তু সবার জন্য চিরস্থায়ী নয়। কিন্তু এমন কিছু করা উচিত নয়, যাতে দেশ ভাঙে।”
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/