নিউজ পোল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সম্প্রতি শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) একধরনের আক্রমণ শানিয়েছিলেন (Mamata-Suvendu), যেখানে তিনি তার বিরুদ্ধে ভবিষ্যত (Future) না থাকার অভিযোগ তোলেন। মমতা বলেন, ‘কংগ্রেসে (Congress) ভবিষ্যৎ নেই বলে তিনি তৃণমূলে এসেছিলেন। তারপর তৃণমূলকে (TMC) ধ্বংস করতে গিয়ে বিজেপির (BJP) সঙ্গে যোগাযোগ করছিলেন। এবার আবার অন্য দলে যাওয়ার প্রস্তাব পেয়েছেন।’
মমতার এই মন্তব্যের পাল্টা হিসেবে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ক্ষোভে ফেটে পড়েন (Mamata-Suvendu)। তিনি বিধানসভার (Legislative Assembly) বাইরে মাটিতে বসে প্রতিবাদ জানান এবং মমতার বিরুদ্ধে একাধিক আক্রমণ শানান।
আরও পড়ুন:Jagan Mohan Reddy: শিশমহল নিয়ে উত্তাল অন্ধ্রপ্রদেশ
শুভেন্দু (Suvendu Adhikari) বলেন, ‘বিরোধী দলনেতার একমাত্র দোষ হলো ২০২১ সালের নির্বাচনে মমতাকে পরাজিত করা। তার অপরাধ হলো, তিনি হিন্দু ও জনজাতিদের অধিকার নিয়ে কথা বলেন এবং জয় শ্রী রাম, বন্দে মাতরম ধ্বনি তুলেছেন।’ তিনি কুম্ভ মেলার (Kumbh Mela) প্রসঙ্গ টেনে মমতাকে আক্রমণ করেন (Mamata-Suvendu), “মুখ্যমন্ত্রী কুম্ভ মেলাকে ‘মৃত্যুকুম্ভ’ বলে উল্লেখ করেছিলেন। আপনি আগে নিজের গলায় গামছা দিয়ে ক্ষমা চান, তারপর আমার দিকে আঙুল তুলবেন।”
শুভেন্দু আরও বলেন, ‘মমতা (Mamata Banerjee) ব্যক্তিগত আক্রমণ করেছেন। আপনি এমএলএ-দের এদিক-ওদিক করে বিজেপির সংখ্যা সত্তরের নিচে নামিয়ে দিতে পারেননি, কারণ বিধানসভার ভিতরে তাদের বিজেপি হিসেবে পরিচয় দিতে হচ্ছে।’ তারপর তিনি চ্যালেঞ্জ করে বলেন, ‘আমি ভবানীপুরে আপনাকে পরাজিত করব। আর পাঁচ বছর ধরে পরাজয়ের যন্ত্রণা সইতে হবে, যেমন নন্দীগ্রামে পরাজয়ের পর আপনি চিৎকার করছেন।’
আরও পড়ুন:Saltlake Incident: সল্টলেকে মর্মান্তিক দুর্ঘটনার জেরে প্রাণ গেল যুবকের
এদিন বিধানসভায় শুভেন্দুর সংখ্যালঘু বিধায়কদের নিয়ে করা মন্তব্যের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে। তৃণমূল (TMC) বিধায়কেরা নিন্দা প্রস্তাব উত্থাপন করলে বিজেপি বিধায়কেরা প্রতিবাদ জানিয়ে স্লোগান (Slogan) দিতে থাকেন এবং অবশেষে ওয়াক আউট করেন। মমতা এবং শুভেন্দুর মধ্যে এই তরজা এখন রাজনৈতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/