নিউজ পোল ব্যুরো: রবিবার অনুষ্ঠিত হয়েছিল ইন্ডিয়া ও নিউজিল্যান্ডের ফাইনাল ম্যাচ (India vs New Zealand Final Match)। মেডিক্যাল কলেজের (Medical College)লেকচার থিয়েটারে (Lecture Theatre) সেই খেলা দেখানো হয়, যা নিয়ে কলেজের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার জেরে এক ছাত্র, সানি মান্না (Sani Manna)-কে শোকজ (Show Cause Notice) করা হলে ক্ষোভে ফেটে পড়েন অন্যান্য ছাত্রছাত্রীরা। তারা আজ ডিনের (Dean) দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখান। কিছুদিন আগেই মেডিক্যাল কলেজের লেকচার থিয়েটারে খেলা দেখানোর জন্য কলেজ প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছিল। তবে সেই চিঠির কোনো উত্তর মেলেনি। এরপর ফাইনাল ম্যাচের দিন কলেজের প্রিন্সিপালকে (Principal) বিষয়টি জানানো হয়। তিনি মৌখিকভাবে অনুমতি দেন, যার ভিত্তিতে লেকচার থিয়েটারে খেলা দেখানো হয়।
আরও পড়ুন:- Bison Attack: চা বাগানে বাইসনের তাণ্ডব,বনদফতরের দ্রুত পদক্ষেপে উদ্ধার!

কিন্তু ঘটনার পর কলেজ (Medical College) প্রশাসন অভিযোগ তোলে যে পড়াশোনার জায়গায় কিভাবে খেলা দেখানো হল। এরপরই ছাত্র সানি মান্নার নাম উঠে আসে এবং তাকে শোকজ নোটিশ পাঠানো হয়। যদিও সানির দাবি, তিনি লেকচার থিয়েটার খোলেননি, শুধুমাত্র খেলা দেখানোর উদ্যোগের অংশ ছিলেন। এই শোকজের প্রতিবাদে আজ মেডিক্যাল কলেজের ছাত্ররা ডিন অনুপমনাথ গুপ্তার (Anupamanath Gupta) কাছে গিয়ে বিক্ষোভ দেখান। সেখানে উপস্থিত ছাত্রদের দুই পক্ষের মধ্যে উত্তেজনাও তৈরি হয়। ডিন অনুপমনাথ গুপ্তা বলেন, “লেকচার থিয়েটার মূলত পড়াশোনার জায়গা, সেখানে খেলা দেখানো একদমই অনুচিত। তাই আমরা জানতে চেয়েছি, কিভাবে এবং কার অনুমতিতে এই আয়োজন করা হয়েছিল।”
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
অন্যদিকে, সানি মান্না বলেন, “আমরা নিয়ম মেনেই আবেদন করেছিলাম, কিন্তু কোনো সাড়া পাইনি। পরে প্রিন্সিপাল মৌখিক অনুমতি দেন, তাই খেলা দেখানো হয়। অথচ আমাকে অন্যায়ভাবে শোকজ করা হয়েছে।” সানি মান্নার শোকজ নোটিশ বাতিলের দাবিতে ছাত্রদের একাংশ সোচ্চার হয়ে ওঠে। তারা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলে। এই ইস্যুকে কেন্দ্র করে মেডিক্যাল কলেজের (medical College) ছাত্র রাজনীতি আরও উত্তপ্ত হয়ে ওঠার আশঙ্কা রয়েছে। এই ঘটনার পর প্রশাসন কী সিদ্ধান্ত নেয় এবং ছাত্রদের দাবি পূরণ হয় কি না, তা এখন দেখার বিষয়।