নিউজ পোল ব্যুরো: ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) আয়োজন করেও সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান। আর এবার প্রতিযোগিতা শেষ হতে না হতেই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, চ্যাম্পিয়ন্স ট্রফি করে কার্যত সর্বশান্ত হওয়ার পথে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যার দরুন কোপ পড়তে চলেছে ক্রিকেটারদের ঘাড়ে।
আরও পড়ুনঃ Champions Trophy : এক ঢিলে আসলে কটা পাখি মারলেন রোহিতরা?
বস্তুত ভারতের জন্যই এই আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়েছে পাক বোর্ডকে। বিসিসিআইয়ের চাপে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) হাইব্রিড মডেলে আয়োজন করতে হয়েছিল আইসিসিকে। ভারতীয় ক্রিকেট দল নিজেদের সমস্ত ম্যাচ খেলেছে দুবাইয়ে। এমনকি রোহিতরা ফাইনালে ওঠায় সেই ম্যাচও আয়োজিত হয় দুবাইয়ে। এর জেরেই প্রায় দেউলিয়া হতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আরও পড়ুনঃ Champions Trophy : চ্যাম্পিয়ন্স ট্রফির পুরস্কার মঞ্চে অপমানিত পাকিস্তান
প্রতিযোগিতার আয়োজক হয়েও ফাইনাল আয়োজন করা থেকে বঞ্চিত হয়েছে পাক ক্রিকেট বোর্ড। এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির (Champions Trophy 2025) জন্য করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডি স্টেডিয়াম সংস্কারের জন্য ১৮০ কোটি টাকা খরচ করেছিল। কিন্তু এরপরও ফাইনাল আয়োজন করতে না পারায় চূড়ান্ত আর্থিক ক্ষতির মুখে পড়েছে তারা।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
এই বিপুল পরিমাণ ক্ষতি সামাল দিতে ঘরোয়া ক্রিকেটারদের বেতন কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিসিবির তরফে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে যে, আগামী ১৪ মার্চ থেকে ফয়জলাবাদে শুরু হতে চলা পাকিস্তানের অন্যতম ঘরোয়া প্রতিযোগিতা জাতীয় টি-২০ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণকারী ক্রিকেটারদের ম্যাচ ফি কমিয়ে দেওয়ার এক দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিয়েছে পাক বোর্ড। সূত্রের খবর, ম্যাচ ফি পাকিস্তানি মুদ্রায় ১ লক্ষ টাকা থেকে কমিয়ে ১০ হাজার টাকা করা হয়েছে। অন্যদিকে রিজার্ভ ক্রিকেটারদের ম্যাচ প্রতি বেতন ৫ হাজার টাকা করা হয়েছে। খুব স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তের জেরে বাড়ছে অসন্তোষ।