নিউজ পোল ব্যুরো: শিলিগুড়ির (Siliguri) মাটিগাড়া থানা এলাকায় চুরি (Theft) হওয়া মোটরবাইক উদ্ধার ও অভিযুক্ত চোরকে গ্রেফতার ( Arrest) করেছে পুলিশ। প্রধানত , গত মাসে নার্সিংহোমের পার্কিং এলাকা থেকে একটি মোটরবাইক চুরির হয়। (Theft) ঘটনাটি নজরে আসে যখন চুরির পর দীর্ঘদিন ধরে খোঁজাখুঁজির পরেও বাইকটির সন্ধান মিলছিল না। তবে, পুলিশ অবশেষে সিসিটিভি ফুটেজ (CCTV footage) দেখে চোরকে চিহ্নিত করে এবং তাকে গ্রেফতার ( Arrest) করে।
আরও পড়ুন: Siliguri: এসিপির অপমানজনক কাজে ক্ষুব্ধ জনগণ!
মাটিগাড়া থানার পুলিশ অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে এবং বিভিন্ন সূত্রের সাহায্য নিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করতে থাকে। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ চোরের চেহারা চিহ্নিত করতে সক্ষম হয় এবং পরে জানায় যে, চুরির সাথে জড়িত ব্যক্তির নাম সনু বাল্মিকী। (suspect Sonu Balmiki) পুলিশ আরও জানতে পারে যে, সনু বাল্মিকী শিলিগুড়ি ( Siliguri) সংশোধনাগারে (correctional facility) বন্দী ছিলেন, কারণ তাকে কিছুদিন আগে প্রধান নগর থানার পুলিশ গ্রেফতার করেছিল।

পুলিশের তদন্তে জানা যায়, অভিযুক্ত সনু বাল্মিকীর বাড়ি নিউ জলপাইগুড়ি থানার গেট বাজারে এলাকায়। এরপর পুলিশ সনুকে ধরার জন্য তল্লাশি শুরু করে এবং অবশেষে শিলিগুড়ি সংশোধনাগার থেকে অভিযুক্তকে গ্রেফতার করে মাটিগাড়া থানার পুলিশ। (Shiliguri correctional center)
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
হেফাজতে নিয়ে সনু বাল্মিকীকে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে নেয় যে, সে চুরি করা মোটরবাইকটি মাটিগাড়ার হিমুল এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে রেখেছে। এরপর পুলিশের একটি দল ওই বাড়িতে অভিযান চালায় এবং সেখান থেকে সুরফ আলীর চুরি হওয়া মোটরবাইকটি উদ্ধার করা হয় (stolen motorbike recovery)। বাইক উদ্ধারের পর, পুলিশ মোঃ আসিরুল এবং সুরফ আলিকে খবর দেয়। তাদের উপস্থিতিতে বাইকটি তাদের হাতে ফেরত দেওয়া হবে। অপরদিকে, সনু বাল্মিকীকে পুলিশ আদালতে হাজির করেছে, যেখানে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে এমনটাই জানা গিয়েছে।