নিউজ পোল ব্যুরো: মার্চের শুরু থেকেই দক্ষিণবঙ্গে (Weather) গরমের দাপট ক্রমশ বাড়তে শুরু করেছে। সাম্প্রতিক আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহে রাজ্যের বেশিরভাগ জায়গাতেই তাপমাত্রা আরও ঊর্ধ্বমুখী হবে। বিশেষ করে দোল উৎসবের (Holi 2024) দিন, দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)। অন্যদিকে, উত্তরবঙ্গের (North Bengal) বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা আগামী ১৫ মার্চ পর্যন্ত চলতে পারে।
আরও পড়ুন:- Bengal Weather Update: বসন্তেও রেহাই নেই! আসছে তাপপ্রবাহ
দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে (South Bengal Districts) দিনের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া (Weather) বিশেষজ্ঞদের মতে, দোলের দিন শহরের তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, এবং রাজ্যের কিছু জায়গায় তা ৩৮ ডিগ্রি পর্যন্ত পৌঁছে যেতে পারে।আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা আরও ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আর্দ্রতার মাত্রাও প্রায় একই থাকবে, ফলে গরম আরও বেশি অনুভূত হবে। দক্ষিণবঙ্গে যখন গরমের দাপট থাকবে, তখন উত্তরবঙ্গে (North Bengal Weather) এক ভিন্ন চিত্র দেখা যাবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দার্জিলিং (Darjeeling), জলপাইগুড়ি (Jalpaiguri), এবং কালিম্পং (Kalimpong) জেলায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে। দোলের দিন অর্থাৎ শুক্রবার, এই বৃষ্টিপাত আরও বাড়তে পারে এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও, আলিপুরদুয়ার (Alipurduar), কোচবিহার (Cooch Behar), উত্তর দিনাজপুর (North Dinajpur) এবং দক্ষিণ দিনাজপুরের (South Dinajpur) বেশ কিছু জায়গাতেও বৃষ্টি হতে পারে। তবে ১৫ মার্চের পর থেকে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া ফিরে আসবে বলে জানানো হয়েছে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
দক্ষিণবঙ্গে (South Bengal) আগামী কয়েকদিন গরম আরও বাড়বে। কলকাতা (Kolkata) সহ বেশ কিছু জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস (Weather) পর্যন্ত পৌঁছাতে পারে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, আবহাওয়া থাকবে শুকনো (Dry Weather)। উত্তরবঙ্গে (North Bengal) ১৫ মার্চ পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। দোলের (Holi) দিন উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও দিনাজপুরের কিছু অংশ বৃষ্টিতে ভিজবে।