Suvendu Adhikari: ‘বুঝে নেব’, শুভেন্দুকে হুঁশিয়ারি হুমায়ুনের

breakingnews কলকাতা রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বিধানসভায় শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সংখ্যালঘুদের নিয়ে মন্তব্য ঘিরে উত্তাল বাংলা। “সংখ্যালঘু বিধায়কদের চ্যাংদোলা করে বের” এই মন্তব্যে বেজায় চটেছে অনেকেই। সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ উঠেছে শুভেন্দুর বিরুদ্ধে। সেই মন্তব্যের জন্য এবার রাজ্যের বিরোধী দলনেতাকে পাল্টা হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বেঁধে দিলেন ডেডলাইনও।

সংখ্যালঘু বিধায়কদের নিয়ে মন্তব্য করার জন্য শুভেন্দুকেই ‘দেখে নেওয়ার’ হুঁশিয়ারি দিয়েছেন হুমায়ুন কবীর। তিন একপ্রকার চ্যালেঞ্জের সুরে বলেছেন, “এখন আপনি হিন্দু হিন্দু করছেন, মুসলিমদের চ্যালেঞ্জ। আমি হুমায়ুন কবীর মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করে বলছি ৭২ ঘণ্টার মধ্যে এই কথা প্রত্যাহার না করলে ৪২ জন বিধায়ক বিধানসভার ভিতরে আপনার যে ঘর আছে তার বাইরে আপনাকে আমরা বুঝে নেব। আপনি পারলে ৬৬ জন নিয়ে আমার মোকাবিলা করবেন। হয় প্রত্যাহার করুন এ কথা, নাহলে আপনি কত বড় হিন্দু হয়েছেন আমরা বুঝে নেব।” তিনি আগামী বিধান সভা নির্বাচনে বিজেপির কি অবস্থা হবে তাও এদিন প্রকাশ্যে বললেন তৃণমূল নেতা। শুভেন্দুকে নিশানা করে হুমায়ুমের কথায়, “আপনার এখনও এত হিম্মত হয়নি যে বিধানসভার ভিতর থেকে মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের যে বিধায়ক সংখ্যা আপনাদের আছে ২০২৬ সালে আপনারা তাও ছুঁতে পারবেন না। সংখ্যা আর ২০২১ সালের মতো সাতাত্তরে যাবে না।” মন্ত্রী গোলাম রব্বানি বলেন, “শুভেন্দু যে মন্তব্য করেছেন, তা দেশের সংবিধানের পরিপন্থী। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হোক।”

আরও পড়ুনঃ Mamata Banerjee: বিধানসভা থেকে শুভেন্দুকে বেনজির আক্রমণ মমতার

মঙ্গলবার বিধানসভার বাইরে দাঁড়িয়ে শুভেন্দুর (Suvendu Adhikari) ‘চ্যাংদোলা’ মন্তব্য বিরোধিতা করেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “যেভাবে একটা ধর্মকে আক্রমণ করা হচ্ছে, যেভাবে মুসলিম ধর্মের নাম করে বিরোধী দলনেতা আক্রমণ করছেন, তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। বিরোধী দলনেতা সাসপেন্ডেড। কিন্তু বাইরে দাঁড়িয়ে তিনি যে মন্তব্য করছেন, তাও বিরোধী দলনেতার মন্তব্য হিসেবেই ধরতে হবে। কারণ আমি যখন বাইরে কোনও মন্তব্য করি, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবেই কটাক্ষ করা হয়। তাহলে বিরোধী দলনেতার মন্তব্যকে কেন ধরা হবে না?” মুখ্যমন্ত্রী আরও বলেন, “আমাদের দেশ সৌজন্যের দেশ। সার্বভৌমত্বের দেশ। আমাদের রক্তে কোনও ধর্ম লেখা থাকে না। মানবিকতাই আসল‌ ধর্ম। এখানে কোনও সম্প্রদায়কে অপমান করা আমরা বরদাস্ত করব না।” শুভেন্দুর নাম উচ্চারণ না করেই মমতা বলেন, “ইটস বেটার টু ইগনোর হিম। কংগ্রেসে ভবিষ্যৎ নেই বলে তৃণমূলে আসে। তৃণমূলকে ঘেঁটে দিয়ে বিজেপির সঙ্গে যোগাযোগ করছিল। এবার আবার অন্য দলে যাওয়ার রিকোয়েস্ট এল বলে।”

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/