নিউজ পোল ব্যুরো: বুধবার দুপুরে সল্টলেকে (Saltlake Incident) সাক্ষী থাকল এক মর্মান্তিক দুর্ঘটনার, যেখানে এক বাইক আরোহীর (bike rider) মৃত্যু হয়েছে প্রাইভেট গাড়ির (private car) ধাক্কায়। মৃত যুবকের নাম আইয়াজ হোসেন (Ayaz Hossain), যার বাড়ি কলকাতার কাশিপুর (Kashipur, Kolkata) এলাকায় বলে জানা গেছে। ঘটনার পর অভিযুক্ত গাড়ির চালককে (car driver) গ্রেফতার (arrest) করেছে বিধাননগর দক্ষিণ থানার (Bidhannagar South Police Station) পুলিশ। পুলিশ সূত্রে খবর, প্রথমে বাইক আরোহী ও প্রাইভেট গাড়ির মধ্যে ধাক্কা লাগে, যার ফলে দু’পক্ষের মধ্যে বচসা (verbal altercation) শুরু হয়। পরিস্থিতি শান্ত করতে বাইক আরোহী ক্ষমা (apology) চেয়ে ঘটনাস্থল থেকে বেরিয়ে যান। কিন্তু এর কিছুক্ষণ পরেই ওই প্রাইভেট গাড়ির চালক প্রতিশোধস্পৃহায় (revenge motive) বাইকটিকে ধাওয়া (chase) করে সল্টলেকের ১২ নম্বর ট্যাঙ্ক (Tank No. 12, Salt Lake) এলাকায় এসে পিছন থেকে ধাক্কা মারে।
আরও পড়ুন:- Jadavpur: মিছিলে নিষেধাজ্ঞা প্রত্যাহার হাইকোর্টের
ধাক্কার ফলে আইয়াজ বাইক থেকে ছিটকে (thrown off) রাস্তায় পড়ে যান এবং গুরুতর জখম হন। স্থানীয় বাসিন্দারা (local residents) দ্রুত তাঁকে রক্তাক্ত অবস্থায় এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (NRS Medical College & Hospital) নিয়ে যান, কিন্তু সেখানে চিকিৎসকেরা (doctors) তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনার পর বিধাননগর দক্ষিণ থানার পুলিশ (Bidhannagar South Police) দ্রুত পদক্ষেপ নেয় এবং অভিযুক্ত গাড়ির চালককে গ্রেফতার করে। সেই সঙ্গে দুর্ঘটনায় (Saltlake Incident) ব্যবহৃত গাড়িটিও বাজেয়াপ্ত (seized) করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত চালককে আজ বিধাননগর মহকুমা আদালতে (Bidhannagar Sub-Divisional Court) তোলা হবে।
নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
এই ঘটনার পর সল্টলেক এলাকায় (Saltlake Incident) ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতিদিনের মতো বাইক ও চার চাকা গাড়ির মধ্যে রাস্তায় বেপরোয়া গতি (rash driving) ও বচসার ঘটনা ঘটে, কিন্তু এই ঘটনা এক ভয়ঙ্কর মোড় নেয়, যেখানে এক তরতাজা প্রাণ অকালে ঝরে গেল। পুলিশ এখন পুরো ঘটনার তদন্ত (investigation) চালাচ্ছে এবং সিসিটিভি (CCTV footage) ফুটেজ খতিয়ে দেখছে, যাতে নিশ্চিত হওয়া যায়, এটি দুর্ঘটনা নাকি পূর্বপরিকল্পিত হত্যার (murder) ঘটনা। স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে অনুরোধ করেছেন, যাতে এ ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয় এবং সল্টলেকের রাস্তায় নিরাপত্তা (road safety) আরও কঠোর করা হয়।