Train Hijacked: বালুচিস্তানে বাধা পাচ্ছে নিরাপত্তাবাহিনী,নিহত ১০

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) বালুচিস্তানে (Balochistan) জাফর এক্সপ্রেস (Zafar Express) ট্রেনটি (Train Hijacked) বিদ্রোহীদের দখলে চলে গেছে, যার ফলে ট্রেনের যাত্রীরা পণবন্দি হয়ে পড়েছেন। এই ঘটনায় এখনও পর্যন্ত ১০ জন পণবন্দিকে (Pawn) হত্যা করা হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা (Rebel) । আহতদের মধ্যে মহিলা এবং শিশুরাও রয়েছেন, যাঁদের একাংশ মানবঢাল হিসাবে ব্যবহার করা হচ্ছে। বিদ্রোহীরা তাদের দেহে বিস্ফোরক ভর্তি জ্যাকেট পরিয়ে নিরাপত্তাবাহিনীর (Security forces) সাথে লড়াই করছে। নিরাপত্তাবাহিনীর একাধিক প্রচেষ্টা সত্ত্বেও পণবন্দিদের উদ্ধার প্রক্রিয়া (Rescue process) অনেক কঠিন হয়ে পড়েছে, কারণ বিদ্রোহীরা যাত্রীদের কাছাকাছি অবস্থান করছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন:KMC: পৌর ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভ

এখনও পর্যন্ত ১৫০ জন যাত্রীকে (Train Hijacked) উদ্ধার (Rescue) করা সম্ভব হয়েছে, তবে ২১৪ জন যাত্রী এখনও বিদ্রোহীদের হাতে আটক। বিদ্রোহীরা পাকিস্তান সরকারের (Government of Pakistan) কাছে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবির ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের সময়সীমা বেঁধে দিয়েছে। তাদের দাবি, পাকিস্তানের জেল থেকে আটক বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)-র সদস্যদের মুক্তি দেওয়া হোক। বিএলএ এই আক্রমণের দায় স্বীকার করেছে এবং এই ধরনের অপহরণকে তারা বন্দি বিনিময়ের একমাত্র উপায় হিসেবে দেখছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:https://www.facebook.com/share/1XhiZuM5DK/

এদিকে, পাক সরকার (Government of Pakistan) এই হামলাকে “সন্ত্রাসবাদী হামলা” হিসেবে উল্লেখ করেছে (Train Hijacked) এবং নিরাপত্তাবাহিনীকে সহায়তা করার জন্য হেলিকপ্টার পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। তবে, পাক সরকার এখনও বিএলএ-র দাবির বিষয়ে কোনও মন্তব্য করেনি, যেহেতু অতীতে এই ধরনের দাবিগুলি প্রত্যাখ্যান করা হয়েছে।

আরও পড়ুন:Gwadar International Airport: বিমানবন্দর উদ্বোধন হলেও নেই যাত্রী

বুধবার সকাল থেকে শুরু হওয়া গুলির লড়াইয়ের মধ্যে নিরাপত্তাবাহিনী পণবন্দি যাত্রীদের নিরাপত্তার জন্য অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান চালাচ্ছে।