Ration Card: রাজ্য সরকারের আধার- ব্যাঙ্ক সংযুক্তিকরণ, খাদ্যসাথী প্রকল্পে উদ্বেগ

breakingnews প্রযুক্তি রাজ্য

নিউজ পোল ব্যুরো: নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের পক্ষ থেকে রেশন কার্ডের সাথে আধার সংযুক্তিকরণের প্রস্তাব দেওয়ার পর, রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতর তা নিয়ে কিছুটা নীরবতা বজায় রেখেছিল। তবে সম্প্রতি পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার জানিয়েছে যে, আধারের মাধ্যমে রেশন কার্ডধারীদের (Ration Card) ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করা সম্ভব, এবং এই প্রস্তাবে তাদের কোনো আপত্তি নেই।

আরও পড়ুনঃ Forest Department: চা বাগানে নতুন অতিথি

প্রসঙ্গত, এই নিয়ে নানা প্রশ্ন উঠেছে, বিশেষ করে রেশন ডিলার এবং কৃষকদের মধ্যে এই সংযুক্তিকরণের প্রক্রিয়া নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কেন্দ্রীয় সরকার যখন রেশন কার্ডের (Ration Card) সাথে ব্যঙ্ক অ্যাকাউন্ট সংযুক্তিকরণের প্রস্তাব দেয়, তখন অনেকেই আশঙ্কা করেন যে সরকারের এই পদক্ষেপ ভবিষ্যতে রেশনে চাল-গম বিলির বদলে নগদ ভর্তুকি বিতরণের দিকে নিয়ে যাবে। এদিকে, রাজ্য সরকার আধারের মাধ্যমেই রেশন কার্ডের মালিকদের ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করার প্রস্তাব দিয়েছে। এর ফলে রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ দফতর এরইমধ্যেই কেন্দ্রের খাদ্য ও গণবণ্টন মন্ত্রকের যুগ্ম সচিব রবি শঙ্করকে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠিতে রাজ্য জানিয়েছে যে, তারা ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন (NPCI) থেকে সংগ্রহ করার প্রস্তাব দিয়েছে, কারণ ২০১৭-২০১৮ সালে যখন আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট এবং প্যান কার্ডের সংযুক্তিকরণ বাধ্যতামূলক ছিল, তখন এনপিসিআই-এর মাধ্যমেই এই সংযুক্তিকরণ করা হয়েছিল।

তবে রাজ্য সরকারের দাবি, রেশন কার্ডের সাথে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ না করে, এই তথ্য এনপিসিআই থেকে সরাসরি পাওয়া যেতে পারে। কেন্দ্রের পক্ষ থেকে যে প্রস্তাব দেওয়া হয়েছিল, তা অনুযায়ী, নতুন রেশন কার্ড বিলির সময় পরিবারের প্রধানের ই-কেওয়াইসি ফর্ম পূরণের সময়, রাজ্য সরকার আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সংগ্রহ করবে। এই প্রক্রিয়ার ফলে রাজ্য সরকারের খাদ্যসাথী প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠার সম্ভাবনা রয়েছে।

এদিকে, রেশন ডিলারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের ধারণা, রাজ্য সরকারের শীর্ষ আমলারা কেন্দ্রীয় সরকারের প্রস্তাবে হালকাভাবে সাড়া দিয়ে কিছু বড় সিদ্ধান্ত নিতেই পারেন, যার ফলে রাজ্যের খাদ্যসাথী প্রকল্পের অস্তিত্ব সংকটে পড়তে পারে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

ফেডারেশনের সাধারণ সম্পাদক বিশ্বম্ভর বসু বলেন, রাজ্য সরকার এর আগে জানিয়েছিল যে, আধারের সাথে রেশন কার্ডের (Ration Card) সংযুক্তিকরণ আগেই হয়ে গিয়েছে। পাশাপাশি, আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে, এখন প্রশ্ন উঠছে যে কেন্দ্রের প্রস্তাব বাস্তবায়িত হলে, তা কীভাবে রাজ্যের খাদ্যসাথী প্রকল্পকে প্রভাবিত করবে এবং এতে কৃষকদের স্বার্থ কীভাবে রক্ষা করা হবে। কেন্দ্রীয় সরকারের প্রস্তাবের ভিত্তিতে যদি রেশন কার্ড ও ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ বাস্তবায়িত হয়, তাহলে তা শুধু খাদ্যসাথী প্রকল্পের বাস্তবায়ন প্রক্রিয়াতেই নয়, বরং কৃষকদের সহায়ক মূল্যে ধান কেনার প্রক্রিয়াতেও বড় ধরনের পরিবর্তন আনতে পারে। আর সেই পরিবর্তন কৃষকদের জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞ।