Ajit Doval: বিশ্বের শীর্ষ গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

দেশ

নিউজ পোল ব্যুরো: অজিত ডোভাল (Ajit Doval) যার পরিচয় আলাদা করে দিতে হয় না। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (National Security Advisor) আগামী ১৬ মার্চ ভারত আয়োজিত একটি সম্মেলনে সভাপতিত্ব করবেন। যেখানে সন্ত্রাসবাদ এবং বিভিন্ন আন্তর্জাতিক অপরাধ মোকাবেলায় গোয়েন্দা তথ্য শেয়ার বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা করা হবে বলে আশা করা হচ্ছে।

এই বৈঠকে উপস্থিত থাকবেন বিশ্বের শীর্ষস্থানীয় গোয়েন্দা প্রধানরা। সন্ত্রাসবাদ মোকাবিলায় এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। ভারতে আয়োজিত বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জার্মানি, নিউজিল্যান্ড এবং ভারতের আরও কয়েকটি বন্ধুস্থানীয় দেশের গোয়েন্দা প্রধানরাও নয়াদিল্লিতে যোগ দেবেন বলেই সূত্রের খবর। নিরাপত্তা ও গোয়েন্দা প্রধানদের সম্মেলনে প্রায় ২০টি দেশের গোয়েন্দা ও নিরাপত্তা সংস্থার প্রধান এবং উপ-প্রধানরা একত্রিত হবেন বলে আশা করা হচ্ছে। শীর্ষস্থানীয় বৈশ্বিক গোয়েন্দা প্রধানদের তালিকার মধ্যে শীর্ষ স্থানে রয়েছেন মার্কিন জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড, কানাডিয়ান গোয়েন্দা প্রধান ড্যানিয়েল রজার্স এবং ব্রিটেনের MI6 প্রধান রিচার্ড মুর। যারা চলতি সপ্তাহের শেষে ভারতে নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন।

আরও পড়ুনঃ Pakistan Train Hijack: বাঁচানো গেল না আধিকারিকদের, ৩০ জন বিদ্রোহীকে খতম করে শেষ অভিযান

গোয়েন্দা প্রধানদের সম্মেলনে যোগদানের পাশাপাশি, তুলসী গ্যাবার্ড রাইসিনায় ভাষণ দেবেন এবং অজিত ডোভালের সঙ্গে একান্ত বৈঠক করবেন। সূত্রের খবর, মার্কিন গোয়েন্দা প্রধান থাইল্যান্ড সফর শেষ করার পর ১৫ মার্চ ভারত সফর করবেন। তাঁদের আলোচনায়, গোয়েন্দা প্রধানরা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং পশ্চিম এশিয়ায় সংঘাত সহ বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জের উপরও আলোকপাত করবেন বলে আশা করা হচ্ছে। ডিজিটাল স্পেসে অপরাধ মোকাবিলার উপায়গুলিও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সম্মেলনের সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের নিরাপত্তা উপদেষ্টা ও প্রধানরা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডোভালের (Ajit Doval) সঙ্গে একান্ত বৈঠক করবেন। এই বৈঠকে, গ্যাবার্ড ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।