Arijit-Babul: রবীন্দ্রসঙ্গীতের পারিশ্রমিক বিতর্কে জলঘোলা!

পেজ 3

নিউজ পোল ব্যুরো: অরিজিৎ সিং (Arijit Singh)। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এক বাঙালি সঙ্গীতশিল্পী। বিশ্বজুড়ে তার গানের অনুরাগী সংখ্যা অগণিত। মার্টিন গ্যারিক্স (Martin Garrix) থেকে এড শিরান (Ed Sheeran)— বিশ্বের নামী শিল্পীরা তার সঙ্গে কাজ করতে চান। অথচ এত বড়মাপের শিল্পী হয়েও তিনি মাটির কাছাকাছি থাকতেই ভালোবাসেন। পশ্চিমী দুনিয়ার তারকারা যখন তার সঙ্গে দেখা করতে পৌঁছে যান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে, তখন বোঝাই যায় অরিজিৎ কেবল একজন প্রতিভাবান গায়ক নন, বরং নিজের শিকড়ের প্রতি নিবেদিত প্রাণও। কিন্তু সম্প্রতি একটি বিষয়ে চমকে গিয়েছেন গায়ক বাবুল সুপ্রিয়। হিন্দি ভাষায় রবীন্দ্রসঙ্গীত (Hindi Rabindra Sangeet) গাইতে অরিজিৎ নাকি পারিশ্রমিক চেয়েছেন গান প্রতি দেড় কোটি টাকা! এই অঙ্ক শুনে কার্যত হতবাক বাবুল (Arijit-Babul)!

আরও পড়ুন:- Aamir-Ranbir: মুখোমুখি আমির ও রণবীর! কী হতে চলেছে?

সঙ্গীত জগতের অন্দর সূত্রে খবর, মুম্বইয়ের একটি নামী সংস্থা হিন্দি ভাষায় রবীন্দ্রসঙ্গীতের একটি অ্যালবাম প্রকাশের উদ্যোগ নিয়েছে। প্রকল্পটির মূল উদ্দেশ্য, ভারতের অন্যান্য ভাষাভাষী মানুষদের কাছেও রবীন্দ্রসঙ্গীত পৌঁছে দেওয়া। এই কারণে বেছে নেওয়া হয়েছে জনপ্রিয় শিল্পীদের— শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal), শান (Shaan), বাবুল সুপ্রিয় এবং মধুমন্তী বাগচি (Madhumanti Bagchi)-সহ একাধিক শিল্পীকে। এই প্রজেক্টের জন্যই অরিজিৎ সিংকে দুটি গান গাওয়ার অনুরোধ জানানো হয়েছিল— একটি একক এবং একটি দ্বৈত গান। বাবুল সুপ্রিয় নিজেই তাঁর সঙ্গে (Arijit-Babul) যোগাযোগের দায়িত্ব নেন। কিন্তু প্রস্তাব পাঠানোর পর যখন অরিজিৎ সিংয়ের ম্যানেজারের পক্ষ থেকে উত্তর আসে, তখন অবাক হতে হয় বাবুলকে! সূত্রের খবর, অরিজিতের ম্যানেজারের তরফে জানানো হয়, এই প্রজেক্টের জন্য তাঁর পারিশ্রমিক হবে প্রতি গান ১.৫ কোটি টাকা! বাবুল সুপ্রিয় জানান, এমন একটা উদ্যোগ মূলত রবীন্দ্রসঙ্গীতের উত্তরাধিকার রক্ষা ও জনপ্রিয়তা বাড়ানোর জন্য নেওয়া হয়েছে। তাই তিনি আশা করেছিলেন, বাঙালি গায়ক হিসেবে অরিজিৎ হয়তো একটু নমনীয় হবেন। কিন্তু তিনি যখন পারিশ্রমিক শুনলেন, তখন সত্যিই বিস্মিত হয়েছেন। বাবুল বলেন, “আমি তো অরিজিৎকে বরাবরই খুব সাধারণ জীবনযাপন করা একজন মানুষ হিসেবে জানি। ওকে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার জন্য এত বড় অঙ্কের পারিশ্রমিক চাইতে দেখে আমি অবাক হয়েছি।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

বাবুল আরও জানান, মুম্বইয়ের ওই সংস্থা অরিজিতের ম্যানেজারের সঙ্গে (Arijit-Babul) যোগাযোগ করে বিষয়টি পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়েছিল। এমনকি তাঁরা রয়্যালটির (Royalty) প্রস্তাবও দিয়েছিলেন। অর্থাৎ, অ্যালবাম থেকে যে আয় হবে, তার একটি অংশ নিয়মিতভাবে অরিজিৎ পেতেন। কিন্তু তাতেও তিনি রাজি হননি! এদিকে বাবুল সুপ্রিয়র কাছে অরিজিৎ সিংয়ের ছাড়া এই অ্যালবাম অসম্পূর্ণ লাগছে! তিনি চান, এই প্রজেক্টে অরিজিৎ থাকুন। তবে এত বড় অঙ্কের পারিশ্রমিক কীভাবে সম্ভব হবে, সেটাই এখন বড় প্রশ্ন! এই ঘটনায় সঙ্গীত মহলে আলোচনার ঝড় উঠেছে। কেউ বলছেন, অরিজিৎ তাঁর বাজারদর অনুযায়ী পারিশ্রমিক চেয়েছেন, যা স্বাভাবিক। আবার কেউ বলছেন, রবীন্দ্রসঙ্গীতের মতো একটি আবেগঘন প্রজেক্টে এত বেশি পারিশ্রমিক চাওয়া ঠিক নয়। তবে এই বিতর্কের মধ্যেও অ্যালবামের ভবিষ্যৎ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি। অরিজিৎ কি শেষমেশ এই অ্যালবামে থাকবেন? নাকি তাঁর জায়গায় অন্য কেউ আসবেন? সেটাই দেখার!