WB Assembly: ফের উত্তাল বিধানসভা, ওয়াকআউট বিজেপির

breakingnews কলকাতা


নিউজ পোল ব্যুরো: সোমবার থেকেই উত্তাল রাজ্য বিধানসভা (WB Assembly)। সেই রেশ এখনও অব্যহত। বুধবারের পর বৃহস্পতিবারও উত্তাল বিধানসভা। শুভেন্দু অধিকারীকে তৃণমূল নেতাদের হুঁশিয়ারি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি বিধায়করা। মন্তব্য প্রত্যাহারের দাবি জানানো হয়।

বিধানসভার অধিবেশন নিয়ে গত কয়েকদিন ধরেই পারদ চড়ছে। প্রথমে বিজেপির এক বিধায়ককে সাসপেন্ড নিয়েই শুরু হয় যাবতীয় ঝামেলার সূত্রপাত। সোমবার থেকে পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব (West Bengal Legislative Assembly) শুরু হয়েছে। প্রথম দিন থেকেই বিধানসভায় ওয়াকআউট করছে বিরোধী বিজেপি (BJP)। বিজেপির দাবি তৃণমূলের দুই বিধায়ক হুমায়ূন কবীর ও সিদ্দিকুল্লা চৌধুরী যেভাবে বিরোধী দলনেতাকে প্রকাশ্যে হুমকি দিয়েছেন তাতে গোটা রাজ্যের মানুষ চিন্তিত ও ভিত। গেরুয়া বাহিনী এই মন্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে। এই দাবি জানিয়েই এদিন বিধানসভা থেকে ওয়াকআউট করেছে বিরোধীরা।

আরও পড়ুনঃ http://Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে লালবাজারে প্রদেশ কংগ্রেস

এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো মঙ্গলবার বিধানসভার (WB Assembly) বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) রীতিমত হুঁশিয়ারির সুরে বলেন, “এরা বাংলার হিন্দু জনগণকে উপড়ে ফেলতে চাইছে।” এরপরই দিল্লিতে আম আদমি পার্টির হারের প্রসঙ্গ টেনে বলেন, “এরকম ঔদ্ধত্য দিল্লিতে কেজরিওয়াল দেখিয়েছিল বলে ওখানকার মানুষ আপকে উপড়ে ফেলেছে। আগামী বছর বাংলাতেও তাই হবে। ওদের দল থেকে যেসব মুসলিম বিধায়ক জিতে আসবে তাদের ‘চ্যাংদোলা’ করে রাস্তায় ছুঁড়ে ফেলব।” সংখ্যালঘুদের নিয়ে যে বিতর্কিত মন্তব্য করেছিলেন তার জেরে উত্তাল গোটা বাংলা। এদিনই বিধানসভার বাইরে শুভেন্দুকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছেন শাসক দলের বিধায়ক হুমায়ুন কবীর। এবার বিরোধী দলনেতাকে ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী (Siddiqullah Chowdhury)।এই মন্তব্যের পর সাম্প্রদায়িক উস্কানির অভিযোগ উঠেছে শুভেন্দুর বিরুদ্ধে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/