Bolpur Incident: বাড়িতে এসে মদ্যপ যুবকদের হুমকি!

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো: বীরভূমের বোলপুর (Bolpur) শহরে চাঞ্চল্যকর এক ঘটনা প্রকাশ্যে এল, যেখানে এক মা ও তার নাবালিকা (minor girl) কন্যাকে শ্লীলতাহানির (molestation threat) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে (Bolpur Incident)। অভিযোগ, অভিযুক্তরা মদ্যপ অবস্থায় প্রায়শই অশ্লীল ভাষায় গালিগালাজ (verbal abuse) করে এবং সম্প্রতি তারা বাড়িতে ঢুকে সরাসরি হুমকি দেয়।এই ঘটনা ঘটেছে বোলপুর থানার (Bolpur Police Station) অন্তর্গত ৯ নম্বর ওয়ার্ডের সুরশ্রীপল্লী (Surshreepalli) এলাকায়। অভিযোগকারী মা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই তাদের বাড়ির পাশে দুই যুবক মদ্যপান করার চেষ্টা করে আসছে এবং তার পাশাপাশি এই অভিযোগ(alcohol consumption) করে আসছে। তারা মদ্যপ অবস্থায় উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রতিবেশীদের জন্য আতঙ্ক সৃষ্টি করে।

আরও পড়ুন:- Rose Valley: বেদখল হচ্ছে রোজভ্যালির একের পর এক সম্পত্তি, বাংলাসহ ৯ রাজ্যের দ্বারস্থ ইডি

বুধবার রাতে (last night), সেই দুই যুবক চরম মদ্যপ অবস্থায় বাড়িতে এসে মা ও মেয়েকে শ্লীলতাহানির হুমকি দেয় (Bolpur Incident)। এতে চরম আতঙ্কিত হয়ে পড়েন তারা। ঘটনার পরই সাহসিকতার পরিচয় দিয়ে ওই মা বোলপুর থানায় লিখিত অভিযোগ (FIR – First Information Report) দায়ের করেছেন।এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে এ ধরনের অসামাজিক কার্যকলাপে (anti-social activities) লিপ্ত, কিন্তু এতদিন কেউ পুলিশের দ্বারস্থ হননি। তবে এই ঘটনার পর সবাই চাইছেন, দোষীদের উপযুক্ত শাস্তি (strict punishment) হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন কাজ করতে সাহস না পায়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

বোলপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত (investigation) শুরু হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার (arrest) করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। স্থানীয় মহিলাদের মতে, এ ধরনের ঘটনা (Bolpur Incident) নারীদের নিরাপত্তার (women safety) ক্ষেত্রে বড় প্রশ্ন তুলে দেয়। প্রশাসনকে আরও কড়া হাতে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন এলাকাবাসী। পুলিশ দোষীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়, সেদিকে নজর থাকবে সকলের।