নিউজ পোল ব্যুরো: এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার। বিহার বিধানসভায় মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং তার পূর্বসূরী রাবড়ি দেবীর জড়ালেন তীব্র বাকবিতণ্ডায়। শুধু বাকবিতণ্ডা নয় নীতিশ কুমার (Nitish Kumar) রাবড়ি দেবীকে (Rabri Devi) “পরিস্থিতির মুখ্যমন্ত্রী” বলে অভিহিত করেন। তার জবাব পাল্টা দেন রাবড়ি দেবীও। প্রাক্তন মুখ্যমন্ত্রী জেডি(ইউ) নেতার বিরুদ্ধে “মহিলাদের অপমান” করার অভিযোগ এনেছেন। সেই সঙ্গেই রাবড়ি দেবী বড় অভিযোগ করে বলেছেন, ‘ভাং খেয়ে বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী’।
রাবড়ী দেবী বলেছেন, “নীতীশ কুমার ভাং খেয়ে বিধানসভায় আসেন। তিনি মহিলাদের অসম্মান করেন, যার মধ্যে আমিও আছি… আমরা যখন ক্ষমতায় ছিলাম তখন আমরা কী ধরণের কাজ করেছি তা তার দেখা উচিত। তার চারপাশের লোকেরা যা বলে, তিনিও একই কথা বলেন। তার দলের সদস্যরা এবং কিছু বিজেপি নেতা তাকে এই ধরনের কথা বলতে বলছেন।” এই নিয়েই রাবড়ির ছেলে তেজস্বী যাদবও নীতীশ কুমারের পদত্যাগ দাবি করেছেন।তিনি দাবি করেন, “নীতীশ কুমারের নিজের পদত্যাগ করা উচিত… তার আগেই আমার বাবা (লালু যাদব) সাংসদ হয়েছিলেন। আমরা ‘সমর্থন পত্র’ না দিলে তিনি মুখ্যমন্ত্রী হতে পারতেন না… তাঁর আশ্রমে যাওয়া উচিত, কারণ তিনি সরকার চালাতে পারবেন না। ১৪ কোটি মানুষের ভবিষ্যৎ নিয়ে তিনি কী করছেন? নীতীশ কুমারের অবস্থা স্থিতিশীল নয়।” এদিন নীতীশ কুমার সরকারের সমালোচনা করে তেজস্বী যাদব বলেছেন, “বিহারে অপহরণ ও ডাকাতির মতো ঘটনাগুলি মারাত্মকভাবে ঘটছে। নীতীশ কুমার অপরাধীদের সামনে আত্মসমর্পণ করেছেন। তিনি নিজের বিবেক হারিয়ে ফেলেছেন, তাঁকে মনে করিয়ে দিতে চাই, নীতীশ কুমার এবং লালুপ্রসাদ যাদবের মধ্যে কোনও তুলনা হয় না।”
আরও পড়ুনঃ http://Tapasi Mondal: বিজেপি ছেড়ে তৃণমূলে আসতেই বড় পদে তাপসী মণ্ডল
বিহারের রাজনীতিতে নীতীশ কুমারকে (Nitish Kumar) নিয়ে চর্চার শেষ নেই। একাধিকবার দলবদলের কারণে রাজনৈতিক মহলে অনেকে তাঁকে পাল্টি কুমার বলেও ডেকে থাকেন। এমনকি কিছুদিন আগেই ভোটকুশলী তথা জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর দাবি করেছিলেন বিহারে বিধানসভা ভোটে নীতীশ কুমার বিজেপির সহযোগী হিসেবেই লড়বেন কিন্তু নির্বাচন শেষ হলে এনডিএ ছেড়ে বিরোধী শিবিরে শামিল হবেন। পিকে বলেছিলেন,‘‘উনি (নীতীশ) এ বার যে জোটেই যান, মুখ্যমন্ত্রী হতে পারবেন না। বিহারে তাঁর জনপ্রিয়তা তলানিতে ঠেকেছে।’’
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/