নিউজ পোল ব্যুরো: রাতের অন্ধকারে ডাম্পার (Dumper)বোঝাই মাটির গাড়ি চলাচল ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ (protest) । ঘটনাকে ঘিরে রাতের বেলায় চাঞ্চল্য ছড়িয়েছে।
নিউটাউন যাত্রাগাছি এলাকার ঘটনা। বিক্ষোভকারীদের অভিযোগ, অবৈধভাবে মাটি ভর্তি গাড়ির চলাচলের জেরে ঘুনি, যাত্রাগাছির জনবসতিপূর্ণ এলাকার কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে। পাশাপাশি রাস্তার পাশে অবস্থিত যাত্রাগাছি পশ্চিমপাড়ার জামে মসজিদের কংক্রিটে ফাটল ধরেছে। ডাম্পার ভর্তি মাটি নিয়ে এলাকার একটি নির্মাণকল্পের জন্য জলাশয় ভরাট হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ।বুধবার রাতে সেই ফাটল দেখিয়ে যাত্রাগাছি-শুলংগড়ি রাস্তা অবরোধ করে স্থানীয়রা। তারই প্রতিবাদে সোচ্চারও হন বাসিন্দারা।
আরও পড়ুন: https://thenewspole.com/2025/03/12/himachal-government-emphasises-decent-dress-code-for-teachers/
স্থানীয়দের অভিযোগ এই ঘটনা নতুন নয়। আগেও ঘটেছে। পরপর একাধিক মাটি বোঝাই গাড়ি যায় মসজিদের রাস্তা দিয়ে। পুলিশ প্রশাসনকে এই বিষয়ে জানানো হয়েছিল। ওই রাস্তা দিয়ে কম গাড়ি যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও কিছুই হয়নি। স্থানীয়দের দাবি একাধিক মাটি ভর্তি ডাম্পার যাওয়ার ফলে বাড়িতে ফাটল দেখা দিচ্ছে। বারবার অভিযোগ করলেও একই ঘটনা ঘটে চলেছে। ফের একই ঘটনা ঘটায় স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ (protest) দেখান। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো পুকুর বুজিয়ে বাড়ি বা ফ্ল্যাট নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি কলকাতার পূরদভাগুলিও অবৈধ নির্মাণ ভেঙে দিচ্ছে। এই আবহেই আরও একটি ঘটনা সামনে এসেছে। স্থানীয়দের আরও অভিযোগ এই ঘটনার জন্য গ্রামবাসীদের রাতের ঘুম উড়ে গিয়েছে। এক বাসিন্দা বলেছেন, “সমস্ত বাড়ি কাঁপছে। তাদের আরও প্রশাসন এই ঘটনাগুলির জন্য কিভাবে অনুমতি দেন। গ্রামবাসীদের একটাই উদ্দেশ্য এই রাস্তা দিয়ে ডাম্পার যাওয়া বন্ধ করা।” এই মাটি দিয়ে জলাশয় ভরাট হচ্ছে বলেও অভিযোগ করেছেন।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/