নিউজ পোল ব্যুরো: অবশেষে বহু প্রতীক্ষার অবসান! আসন্ন অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) তেই খুলতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের (Digha Jagannath Temple) শুভ দ্বার। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই সমস্ত প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নিজেই এই মন্দির সংক্রান্ত যাবতীয় কাজের উপর সরাসরি নজর রাখছেন, যাতে উদ্বোধন নির্বিঘ্নে সম্পন্ন হয়।
আরও পড়ুনঃ Adhir Chowdhury: তোলাবাজিতে গ্রেফতার অধীরের ঘনিষ্ঠ সহকারী
আগামী ৩০ এপ্রিল মহাধুমধামে মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তার আগের দিন, অর্থাৎ ২৯ এপ্রিল, হবে মহাপ্রভু জগন্নাথের (Lord Jagannath) প্রাণপ্রতিষ্ঠা (Prana Pratistha)। এই বিশেষ অনুষ্ঠানে ভক্তদের ঢল নামতে পারে বলে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি জোরদার করা হয়েছে।
মন্দির উদ্বোধনের দিন বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন প্রত্যাশিত, তাই ব্লক স্তরে জায়ান্ট স্ক্রিন (giant screen) বসানোর ব্যবস্থা করা হয়েছে, যাতে প্রত্যেকে সরাসরি মন্দিরের উদ্বোধন ও পুজোর সম্প্রচার দেখতে পারেন। ফলে ভিড় এড়িয়ে স্থানীয় বাসিন্দারা নিজেদের এলাকাতেই বসে পুজোর সমস্ত আচার-অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

পুরীর আদলে দিঘার জগন্নাথ মন্দির:
পুরীর জগন্নাথ মন্দির (Puri Jagannath Temple) -এর আদলে বেশ কিছু বিশেষ ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য যুক্ত করা হয়েছে দিঘার নতুন মন্দিরে (Digha Jagannath Temple)। প্রসাদে স্থানীয় মিষ্টির প্রাধান্য থাকবে, যা দিঘার সংস্কৃতির সঙ্গে মানানসই। পুরনো জগন্নাথ মন্দিরকে (Old Jagannath Temple)জগন্নাথের মাসির বাড়ি (Jagannath’s Aunt’s House)’ হিসেবে ঘোষণা করা হবে, যা ভক্তদের কাছে এক নতুন ধর্মীয় অনুভূতি এনে দেবে। জগন্নাথ-বলরাম-সুভদ্রার (Jagannath, Balabhadra & Subhadra) তিনটি পৃথক রথ (three chariots) নির্মাণ করা হবে, যাতে প্রতিবারের মতোই রথযাত্রা (Rath Yatra) অনুষ্ঠিত হতে পারে।
রথযাত্রার জন্য বিশেষ প্রস্তুতি:
প্রশাসনের পক্ষ থেকে রাস্তা প্রশস্তকরণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, যাতে ভবিষ্যতে রথযাত্রার (Rath Yatra festival) সময় ভক্তদের কোনও অসুবিধা না হয়। এই উন্নয়নের ফলে মন্দিরের আশেপাশের পরিকাঠামো আরও মজবুত হবে এবং পর্যটন শিল্পও নতুন মাত্রা পাবে বলে মনে করা হচ্ছে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
মন্দির পরিচালনার দায়িত্বে ইসকন:
নবান্ন সূত্রে খবর, উদ্বোধনের পর মন্দির পরিচালনার সমস্ত দায়িত্ব তুলে দেওয়া হবে ইসকন (ISKCON)-এর হাতে। এই সিদ্ধান্তের ফলে মন্দিরের রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত পূজা-পাঠের ক্ষেত্রে আন্তর্জাতিক মানের পরিকাঠামো ও শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।
দিঘার নতুন জগন্নাথ মন্দিরকে (Puri Jagannath Temple) কেন্দ্র করে পর্যটন শিল্পে ইতিমধ্যেই এক নতুন জোয়ার এসেছে। বিশেষজ্ঞদের মতে, এই মন্দিরের উদ্বোধনের ফলে শুধুমাত্র ধর্মীয় পর্যটকই নয়, সাধারণ পর্যটকদের সংখ্যাও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। ফলে স্থানীয় ব্যবসায়ীদের জন্য এটি এক সুবর্ণ সুযোগ হয়ে উঠবে।