নিউজ পোল ব্যুরো: দোল উৎসব (Dol Utsav) মানেই রঙ, আনন্দ আর মজা! তবে এই আনন্দের মাঝে যদি আপনাকে রেল (Train) সফর করতে হয়, তাহলে সমস্যায় পড়তে পারেন। হাওড়া (Howrah) ও শিয়ালদহ (Sealdah) শাখায় একাধিক ট্রেন বাতিল (Train Cancellation) করেছে রেল কর্তৃপক্ষ। ফলে বহু যাত্রীকে বিকল্প পথ খুঁজতে হবে। দোলের দিন, শুক্রবার শিয়ালদহ দক্ষিণ শাখা (Sealdah South Section) এবং মেইন শাখায় (Sealdah Main Section) বহু লোকাল ট্রেন (Local Train) বাতিল করা হয়েছে। এতে সমস্যায় পড়বেন নিত্যযাত্রীরা।
আরও পড়ুন:- Toto Regulation WB: নিয়মের বেড়াজালে টোটো!
যে সমস্ত ট্রেন চলবে না- শিয়ালদহ-রানাঘাট (Sealdah-Ranaghat) লোকাল, রানাঘাট-গেদে (Ranaghat-Gede) লোকাল, শিয়ালদহ-গেদে (Sealdah-Gede) লোকাল, রানাঘাট-কৃষ্ণনগর (Ranaghat-Krishnanagar City) লোকাল, নৈহাটি-রানাঘাট (Naihati-Ranaghat) লোকাল, শিয়ালদহ-শান্তিপুর (Sealdah-Shantipur) লোকাল, রানাঘাট-বনগাঁ (Ranaghat-Bongaon) লোকাল, বিধাননগর-বারাকপুর (Bidhannagar-Barrackpore) লোকাল, শিয়ালদহ ক্যান্টনমেন্ট (Sealdah Cantonment) লোকাল, এছাড়াও, শিয়ালদহ-হাবরা (Sealdah-Habra), শিয়ালদহ-মধ্যমগ্রাম (Sealdah-Madhyamgram), শিয়ালদহ-বনগাঁ জংশন (Sealdah-Bongaon Junction), বারাসত-হাসনাবাদ (Barasat-Hasnabad) এবং শিয়ালদহ-ডানকুনি (Sealdah-Dankuni) রুটেও ট্রেন বন্ধ থাকবে।

আরও পড়ুন:- Holi: হোলির আগে বড়সড় পুলিশি অভিযান! গ্রেফতার প্রায় ৬০০
শুধু শিয়ালদহই নয়, হাওড়া ডিভিশনেও (Howrah Division) ৬৫টি ট্রেন বাতিল করা হয়েছে। যে সমস্ত ট্রেন বাতিল: হাওড়া-বর্ধমান (Howrah-Burdwan) আপ-ডাউন লোকাল, হাওড়া-ব্যান্ডেল (Howrah-Bandel) লোকাল, হাওড়া-তারকেশ্বর (Howrah-Tarakeswar) লোকাল, নৈহাটি-ব্যান্ডেল (Naihati-Bandel) লোকাল, হাওড়া-শ্রীরামপুর (Howrah-Serampore) লোকাল, বর্ধমান-কাটোয়া (Burdwan-Katwa) লোকাল। মেট্রো পরিষেবা (Kolkata Metro Service) নিয়েও সমস্যা। হোলির দিন শুধুমাত্র লোকাল ট্রেনই নয়, কলকাতা মেট্রো (Kolkata Metro) পরিষেবাও সীমিত থাকবে। গ্রিন লাইন-১ (Green Line 1)- অর্থাৎ শিয়ালদহ-সল্টলেক সেক্টর ৫ (Sealdah-Salt Lake Sector 5) রুটে ১০৬টি ট্রেনের বদলে চলবে মাত্র ২২টি ট্রেন। দুপুর ৩টে থেকে ৩০ মিনিট অন্তর রাত ৮টা পর্যন্ত মেট্রো পরিষেবা পাওয়া যাবে।গ্রিন লাইন-২ (Green Line-2) অর্থাৎ এসপ্ল্যানেড-হাওড়া ময়দান (Esplanade-Howrah Maidan) রুটেও দুপুর ৩টে থেকে ৩০ মিনিট অন্তর রাত ৮টা পর্যন্ত মেট্রো চলবে। ১৩০টি ট্রেনের বদলে চলবে মাত্র ৪২টি ট্রেন। অরেঞ্জ লাইন (Orange Line): কবি সুভাষ-হেমন্ত মুখোপাধ্যায় (Kavi Subhash-Hemanta Mukhopadhyay [Ruby]) রুটে কোনও মেট্রো চলবে না। পার্পল লাইন (Purple Line): জোকা-তারাতলা (Joka-Taratala) রুটেও কোনও মেট্রো পরিষেবা থাকবে না। যাদের জরুরি কাজে বেরোতে হবে, তারা আগেই বিকল্প ব্যবস্থা করে (Train Cancellation) নিন। বাস (Bus) এবং ক্যাব (Cab) পরিষেবা পাওয়া গেলেও, তা কম থাকায় বেশি ভাড়া হতে পারে। ট্রেন বাতিলের কারণে স্টেশনগুলিতে (Railway Station) ভিড় হতে পারে, সতর্ক থাকুন।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/
যদি সম্ভব হয়, হোলির দিন ট্রেন ভ্রমণ এড়িয়ে চলুন (Train Cancellation)।প্রতিবছরের মতো এবারও দোল উৎসবের দিনে (Dol Festival) রেল ও মেট্রো পরিষেবা সীমিত রাখা হয়েছে। যারা প্ল্যান করছেন কোথাও যাওয়ার, তারা অবশ্যই আগে থেকে সময়মতো ট্রেন ও মেট্রোর পরিস্থিতি (Train & Metro Updates) জেনে নিন, নাহলে সমস্যায় পড়তে হতে পারে।