নিউজ পোল ব্যুরো: ফের তুঙ্গে রুশ-মার্কিন প্রতিদ্বন্দ্বিতা। ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না রাশিয়া। এই পরিস্থিতিতে বুধবার ক্রেমলিনের উদ্দেশ্যে এক কড়া হুঁশিয়ারি জারি করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তিনি জানিয়েছেন, যদি যুদ্ধ থামাতে রাজি না হয় সেক্ষেত্রে অর্থনৈতিক অবরোধের মুখে পড়তে হবে রাশিয়াকে।
আরও পড়ুনঃ Pakistan Train Hijack: বাঁচানো গেল না আধিকারিকদের, ৩০ জন বিদ্রোহীকে খতম করে শেষ অভিযান
দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক অপ্রত্যাশিত সিদ্ধান্ত দিচ্ছেন ট্রাম্প (Donald Trump)। দীর্ঘ তিন বছর ধরে চলমান রাশিয়া-ইউক্রেন থামাতে তিনি শুরু থেকেই সচেষ্ট। ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের চাপে পড়ে রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইউক্রেন। সৌদি আরবের জেড্ডায় মার্কিন বিদেশ সচিবের সঙ্গে বৈঠকের পর নিজের মুখে এই কথা জানিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি।
তবে ইউক্রেন চাপে পড়ে রাজি হলেও রাশিয়া যুদ্ধ থামাতে রাজি হবে না, এমন কথাই শোনা যাচ্ছে সম্প্রতি। পুতিন সরকারের একটি সূত্রকে উদ্ধৃত করে এক নামী সংবাদ সংস্থা জানিয়েছে, রুশ রাষ্ট্রপতি সম্ভবত যুদ্ধবিরতিতে রাজি হবে না। তাৎপর্যপূর্ণ বিষয় হল, এরপরই ট্রাম্প (Donald Trump) অর্থনৈতিক অবরোধের হুঁশিয়ারি দিয়েছেন রাশিয়াকে।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
বুধবার ওভাল অফিস থেকে ট্রাম্প বলেন, “ইউক্রেন যুদ্ধ বিরতিতে সম্মত হয়েছে। এবার রাশিয়ার পালা। আশা করব, পুতিনও সম্মত হবেন। কারণ দুই দেশেই বহু মানুষের মৃত্যু হচ্ছে। তাই আমরা যুদ্ধের অবসান চাই। যদি রাশিয়া এরপরেও রাশিয়ায় সামরিক অভিযান অব্যাহত রাখে তাহলে তারা বড়সড় অর্থনৈতিক অবরোধের মুখোমুখি হতে পারে।” ট্রাম্প আরও জানান যুক্তরাষ্ট্রের দূত হয়ে স্টিভ উইটকফ সপ্তাহান্তে যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মস্কো যাবেন। মনে করা হচ্ছে, তার আগে পুতিনকে চাপে রাখতেই এই মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রপতি।