Rose Valley: বেদখল হচ্ছে রোজভ্যালির একের পর এক সম্পত্তি, বাংলাসহ ৯ রাজ্যের দ্বারস্থ ইডি

আইন দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরো: বেদখল হয়ে যাচ্ছে বেসরকারি অর্থ লগ্নি সংস্থা রোজভ্যালির (Rose Valley) বাজেয়াপ্ত করা একের পর এক সম্পত্তি। এইসব সম্পত্তি দখলমুক্ত করতে এবার বাংলা সহ আরো ৯টি রাজ্যের শরণাপন্ন হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এই রাজ্যগুলির মুখ্যসচিব, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, রাজ্য পুলিশের ডিজি এবং আইজিকে চিঠি দেওয়া হয়েছে ইডি এবং রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির তরফে।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: শুভেন্দুর বিরুদ্ধে লালবাজারে প্রদেশ কংগ্রেস

রোজভ্যালির সম্পত্তি দখলমুক্ত করে তারপর তা বিক্রি করে যাতে প্রতারিত আমানতকারীদের অর্থ তাড়াতাড়ি ফিরিয়ে দেওয়া যায় সেই উদ্দেশ্যেই বাংলাসহ ৯ রাজ্যকে চিঠি দিয়েছে ইডি (ED) এবং রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। উল্লেখ্য, রোজভ্যালি (Rose Valley) চিটফান্ড কাণ্ডে সর্বশান্ত হয়েছে অগুনতি মানুষ। তাদের টাকা ফেরত দিতে ইতিমধ্যেই তিনবার বাজেয়াপ্ত করা রোজভ্যালির সম্পত্তি বিক্রি করেছে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি।

ইডি (ED) সূত্রে খবর, আদালতের নির্দেশ ছিল রোজভ্যালির (Rose Valley) বাজেয়াপ্ত করা সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ ফিরিয়ে দিতে হবে। সেই সম্পত্তিগুলির তালিকা তৈরি করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যখন পুনরায় যখন সার্ভে করতে যায় তখনই তাদের নজরে আসে বাংলা সহ আরো ৯টি রাজ্যে থাকা চিট ফান্ডের সম্পত্তি বেশিরভাগই বেদখল হয়ে গিয়েছে। এই ৯ রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়াও রয়েছে আসাম, বিহার, উড়িষ্যা, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, ত্রিপুরা ইত্যাদি।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

এই কারণেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি’র তরফে চলতি সপ্তাহের শুরুতেই চিঠি দেওয়া হয়েছে ৯টি রাজ্যের প্রশাসনিক কর্তাদের। ইডি পরিস্কার জানিয়েছে যাতে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি যা দখল হয়ে রয়েছে সেগুলি অবিলম্বে দখলমুক্ত করে ইডির হাতে তুলে দেওয়া হয়।