নিউজ পোল ব্যুরো: ইসলামপুর বাজারের কংগ্রেস রোড এলাকায় কেন্দ্রীয় জিএসটি (GST) সংস্থার তল্লাশি অভিযান ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেন্দ্রীয় জিএসটি আধিকারিকদের এই অভিযান মূলত আর্থিক অনিয়মের (Financial Irregularities) অভিযোগের ভিত্তিতে চালানো হয়েছে বলে সূত্রের খবর। এই হানার ফলে ব্যবসায়ীমহলে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এক উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

দীর্ঘ সময় ধরে চলা তল্লাশি অভিযান:
জানা গিয়েছে, ইসলামপুর বাজারের কংগ্রেস রোড এলাকার এক ব্যবসায়ীর দোকান ও গুদামে কেন্দ্রীয় জিএসটি সংস্থার আধিকারিকরা হানা দেন। ব্যবসায়ী পবন বাইতি-র বিভিন্ন ব্যবসায়িক স্থানে দিনভর অভিযান চালানো হয় এবং তা গভীর রাত পর্যন্ত অব্যাহত ছিল। আধিকারিকরা দোকান, গুদামসহ (Warehouse) একাধিক জায়গায় খতিয়ে দেখেন এবং বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্র (Documents) যাচাই করেন বলে সূত্রের খবর।
আরও পড়ুনঃ Kolkata Metro: মেট্রো যাত্রীদের জন্য সুখবর!
উল্লেখ্য, ধাক্কাধাক্কির এই ঘটনা তল্লাশি অভিযানের সময় ব্যবসায়ীদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। কিছু ব্যবসায়ী সরাসরি কেন্দ্রীয় জিএসটি (GST) আধিকারিকদের কার্যপ্রণালী নিয়ে প্রশ্ন তোলেন এবং তাদের সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, ব্যবসায়ীদের সঙ্গে আধিকারিকদের একপ্রস্থ ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। তবে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং তল্লাশি অভিযান অব্যাহত থাকে।

কেন্দ্রীয় জিএসটি (GST) আধিকারিকদের তল্লাশি অভিযানের খবর পেয়ে ইসলামপুর পৌরসভার (Islampur Municipality) পৌরপিতা কানাইয়ালাল আগরওয়াল ঘটনাস্থলে ছুটে যান। পাশাপাশি ব্যবসায়ী সংগঠন ফিটোর (Federation of Industries and Trade Organisations – FITO) সভাপতি কানাইয়ালাল বোথরাও দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে তারা কেউই সংবাদমাধ্যমের সামনে কোনও মন্তব্য করতে রাজি হননি। কেন্দ্রীয় জিএসটি আধিকারিকদের নীরবতা তল্লাশি অভিযান সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে কেন্দ্রীয় জিএসটি আধিকারিকরা (Central GST Officers) কোনও প্রতিক্রিয়া দিতে অস্বীকার করেন।
নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/
ইসলামপুর বাজারের কংগ্রেস রোড এলাকায় কেন্দ্রীয় জিএসটি সংস্থার এই অভিযান ব্যবসায়ীদের মধ্যে এক ধরণের আতঙ্ক ও উত্তেজনার জন্ম দিয়েছে। যদিও তদন্তের ফলাফল কী হবে, তা সময়ই বলবে, তবে এই ঘটনা ব্যবসায়ীদের মধ্যে কর ব্যবস্থার (Taxation System) স্বচ্ছতা ও জিএসটি সংক্রান্ত অনিয়ম নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ভবিষ্যতে এই বিষয়ে কেন্দ্রীয় জিএসটি সংস্থা (Central GST Department) কী পদক্ষেপ নেয়, সেটাই এখন দেখার বিষয়।