Hazra Fire Incident: সাতসকালেই হাজরায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

breakingnews কলকাতা শহর

নিউজ পোল ব্যুরো: বৃহস্পতিবার সকালেই বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হল হাজরার কাছে যতীন দাস পার্ক (Hazra Fire Incident) এলাকার একটি পরিত্যক্ত বাড়ি। স্থানীয় বাসিন্দারা সকালেই ওই বাড়ি থেকে আগুনের শিখা উঠতে দেখেন। মুহূর্তের মধ্যেই কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় ৩০-৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন দমকল কর্মীরা।

আরও পড়ুন:- Protest: রাতের অন্ধকারে অবৈধ কাজের জেরে বাড়িতে ফাটল, বিক্ষোভ গ্রামবাসীদের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল প্রায় (around 6:30 AM) সাড়ে ছ’টা নাগাদ আগুন দেখতে পান তারা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বিভাগে। কিছুক্ষণের মধ্যেই দুটি দমকল ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। দমকল কর্মীদের দ্রুত পদক্ষেপের ফলে আগুন তেমনভাবে ছড়িয়ে পড়েনি, তবে বাড়ির একাধিক ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। দমকল বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, “আমাদের কাছে সকাল সাড়ে ছ’টায় খবর আসে। আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করি। প্রায় ৩০-৪০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। সৌভাগ্যবশত, কেউ আহত হননি।”

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

ইতিমধ্যেই এই অগ্নিকাণ্ডের কারণ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। কীভাবে পরিত্যক্ত বাড়িটিতে (Hazra Fire Incident) আগুন লাগল, তা স্পষ্ট নয়। ওই বাড়িতে কেউ বসবাস করছিল কি না, কিংবা অন্য কোনো কারণে আগুন লাগল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। পরিত্যক্ত বাড়িগুলি অনেক সময় (illegal activities, short circuit, trespassing) নানা বেআইনি কাজের জন্য ব্যবহৃত হয়, এমনটাই অনুমান স্থানীয়দের একাংশের। তবে সত্যিই তেমন কিছু ঘটেছিল কি না, তা খতিয়ে দেখছে দমকল বিভাগ এবং পুলিশ। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তারা প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন, যত দ্রুত সম্ভব এই ধরনের পরিত্যক্ত বাড়িগুলির নিরাপত্তা নিশ্চিত করা হোক, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।