Liquor Shops: দোলের দিন কতক্ষণ খোলা মদের দোকান, সুরাপ্রেমীদের জন্য রইল খবর

Uncategorized

নিউজ পোল ব্যুরো: রাত পোহালেই রঙের উৎসবে মেতে উঠবে গোটা দেশের মানুষ। নিজের নিজের প্রিয়জন, বন্ধু, পরিবারের সদস্যদের সঙ্গে আবির-রঙের খেলায় মাতবেন আট থেকে আশি সকলেই। তবে ছুটির দিন তাও আবার দোল ও হলি (Holi) একই দিনে তাই দিনটা আরও স্পেশাল হবে তা আর বলার অপেক্ষা রাখে না। অনেকেই আবার রঙ খেলার পর বন্ধুদের সঙ্গে নিয়ে মদ্যপান করে আনন্দ করতে চান। তবে আনন্দ করলেই তো হবে না তার জন্য চাই ব্যবস্থা। রাজ্যে বিশেষ কতগুলি দিনে বন্ধ থাকে মদের দোকান (liquor shops)। দোলের দিন কি মদের দোকান খোলা থাকবে কি?‌ এই প্রশ্ন জেনে অনেকেরই। যদি খোলা না থাকে তাহলে করণীয় কি জেনে নিন সবকিছু।

জানিয়ে রাখা ভালো, আবগারি দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্যে ২৬ জানুয়ারি, ১৫ অগস্ট, ২ অক্টোবর এবং মহরমের এই চারদিন সম্পূর্ণ ড্রাই ডে থাকে। তবে দোলের দিন চিন্তার কিছু নেই কারণ সম্পূর্ণ নয় অর্ধেক দিন খোলা থাকবে মদের দোকান। হাফ বেলা খোলা থাকার জন্য আজ বৃহস্পতিবার থেকেই মদের দোকানে উপচে পড়ছে ভিড়। আবগারি দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী শুক্রবার সকাল থেকে বেলা ২টো পর্যন্ত। অর্থাৎ দুপুরের পর থেকে মিলবে মদ। ইতিমধ্যেও এই নোটিশ পৌঁছে গিয়েছে সমস্ত মদের দোকানে। তবে সকাল বেলাতেই অনেকেই বসে যান আসরে। তাই রাস্ক না নিয়ে বহু সুরাপ্রেমীরা আজ থেকে তাদের স্টক তুলে রাখছেন জাতে শুক্রবার রঙ মেখে বন্ধুদের স্পঙ্গে আসরে বসলে মদ কিনতে হন্যে হয়ে দৌড়াতে না হয়। যদি স্টক শেষ হয়ে যায় তবে দুপুরের পর তো দোকান খুলেই যাবে তখনই আবার কিনে নিলেই ব্যাস দিলখুশ।

আরও পড়ুনঃ http://Nitish Kumar: ভাং খেয়ে বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী, রাবড়ি দেবীর নিশানায় নীতীশ কুমার

সকাল থেকেই জেথেতু সকলে রঙের খেলায় মেতে উঠবে সেই কারণেই আবগারি দফতর সকালবেলা মদের দোকান (liquor shops) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তবে এই প্রসঙ্গে আরও একটি তথ্য জানিয়ে রাখা ভাল। দোলের আগের দিন অর্থাৎ আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টা পর্যন্ত খোলা থাকবে সমস্ত মদের দোকান। পরের দিন যেহেতু সকাল বেলা থেকে মদের দোকান বন্ধ থাকার কথা জানানো হয়েছে তাই আগের দিন রাতে সাড়ে দশটা পর্যন্ত মদের দোকান খোলা থাকায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/