Lift Accident: লিফট দুর্ঘটনায় প্রাণ হারাল একরত্তি শিশু

দেশ

নিউজ পোল ব্যুরো: হায়দরাবাদের আসিফনগর থানা এলাকার সন্তোষনগর কলোনিতে মর্মান্তিক এক দুর্ঘটনায় প্রাণ হারাল চার বছরের এক শিশু। বুধবার রাতে বহুতলের লিফট (Lift Accident) খেলার সময় ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় সে। শিশুটির নাম নরেন্দ্র (Narendra), যার বাবা ওই বহুতলটির নিরাপত্তারক্ষী (Security Guard) হিসেবে কাজ করেন।

আরও পড়ুন:- Tamilnadu: হিন্দি নয়, এবার তামিল ভাষায় বাজেট লোগো

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রাত ১০টা নাগাদ নরেন্দ্র লিফ্‌টের ভেতরে বসে খেলছিল। ঠিক সেই সময় বহুতলের কেউ একজন ওপর থেকে লিফটের বোতাম (Lift Button) চাপে। মুহূর্তের মধ্যে লিফট ওপরে উঠতে শুরু করে। শিশুটি তখন দরজার কাছে ছিল, ফলে সেটি আটকে পড়ে। লিফ্‌ট ওপরে যাওয়ার সময় দেওয়ালে প্রচণ্ড চাপে তার মাথা থেঁতলে যায় (Head Injury)। কিছুক্ষণের মধ্যেই লিফটের (Lift Accident) মেঝে রক্তে ভেসে যায়। পরিবার ও স্থানীয় বাসিন্দারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে (Hospital) নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু (Death) হয়েছে।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/


সাধারণত লিফ্‌টের দরজা খোলা থাকলে সেটি স্বয়ংক্রিয়ভাবে বন্ধ না হলে ওঠানামা করে না। অনেক ক্ষেত্রে সতর্কতামূলক অ্যালার্ম (Safety Alarm) বাজে। তাহলে এই দুর্ঘটনা কীভাবে ঘটল? কেনই বা শিশুটি দরজায় আটকে গেল? এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। পুলিশ তদন্ত শুরু করেছে এবং বহুতলের সিসি ক্যামেরার (CCTV Footage) ফুটেজ পরীক্ষা করা হচ্ছে। সেই সঙ্গে শিশুটির পরিবার ও স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিছুদিন আগেই হায়দরাবাদে আরেকটি অনুরূপ ঘটনা ঘটে। এই ধরনের দুর্ঘটনা বারবার ঘটায় শহরের বহুতলগুলির লিফট নিরাপত্তা (Lift Safety) নিয়ে বড়সড় প্রশ্ন উঠেছে। প্রশাসন এবং ভবন কর্তৃপক্ষ কি এ ধরনের দুর্ঘটনা রোধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে? এমন মর্মান্তিক ঘটনা প্রতিরোধে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা দরকার বলে মনে করছেন বিশেষজ্ঞরা।