New Town: সন্দেহজনক গতিবিধি, যুবককে লাইট পোস্টে বাঁধল স্থানীয়রা

অপরাধ কলকাতা

নিউজ পোল ব্যুরো: একের পর এক ঘটনা ঘটেই চলেছে নিউটাউনে (New Town)। সন্দেহজনক গতিবিধি, যুবককে ধরে আটকে রাখল এলাকার মানুষজন। শুধু ধরে নয় যুবককে বেঁধে রাখা হয় লাইট পোস্টে। তারপর খবর দেওয়া হয় পুলিশে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। অনেকেই আবার আতঙ্কিত হয়ে পড়েন।

ঘটনাটি নিউটাউনের প্রমোদগড় এলাকার। এই এলাকায় এক সন্দেহজনক যুবককে এলাকাবাসীরা ধরে লাইট পোস্টে বেঁধে রেখে নিউটাউন থানায় ফোন করে। নিউটাউন থানার পুলিশ ওই যুবকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। অভিযোগ মহিলা পাচারকারি ওই যুবক। তার মোবাইলে বহু মহিলাদের ছবি, তাদের সাথে চ্যাটিং করার তথ্য রয়েছে। এলাকাবাসীদের দাবী বেশ কিছুদিন ধরে বাইক নিয়ে এলাকায় ঘোরাঘুরি করছিলো ওই যুবক। তাতেই স্থানীয়দের সন্দেহ হয় যুবকের প্রতি। ঘটনার উপর নজর রাখছিল স্থানীয়রা। তারপরেই ফের আজ দুপুরে তাকে এলাকায় দেখা গেলে ধরে আটকে রাখে। লাইট পোস্টে বেঁধে রাখা হয়।

আরও পড়ুনঃGST: কেন্দ্রীয় সংস্থার অভিযান ঘিরে উত্তেজনা

ওই যুবককে আটকে রাখার পর তার মোবাইল খতিয়ে দেখলে দেখা যায় তার মোবাইলে বহু মহিলার ছবি, চ্যাটিং রয়েছে। এর পরই স্থানীয় মানুষদের সন্দেহ হয় যে এই যুবক পাচারকারি হতে পারে। খবর দেওয়া হয় নিউটাউন থানায়। নিউটাউন (New Town) থানার পুলিশ এসে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়। এই মুহূর্তে তাকে জিজ্ঞাসাবাদ করছে। তার কোথায় বাড়ি, নিউটাউনে কোথায় থাকতো, তার মোবাইলে এত মহিলাদের ছবি কে্‌ কি উদ্দেশ্যেই বা ঘোরাঘুরি করছিল সব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

নিউজ পোল ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/