KKR: অভিযান শুরুর আগে ‘উইকেট পুজো’ নাইটদের

আইপিএল কলকাতা ক্রিকেট ক্রীড়া শহর

নিউজ পোল ব্যুরো: আইপিএল ২০২৫ (IPL 2025) -এর ঢাকে কাঠি পড়ে গেছে বলাই যায়। দেশের শহরগুলি সেজে উঠছে নিজ নিজ ফ্র্যাঞ্চাইজি দলের কাট-আউট, হোর্ডিংয়ে। ফিরে আসছে সেই গ্রীষ্মের সন্ধ্যাগুলি। প্রস্তুতি শিবির (Practice Session) শুরু করে দিয়েছে দলগুলি। এক এক করে খেলোয়াড়রা সব আসতে শুরু করেছে। পিছিয়ে নেই গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স‌ও (KKR)। ইতিমধ্যেই শহরে পা রেখেছেন নাইটরা (Knights)। বরুন চক্রবর্তী (Varun Chakravarthy), হর্ষিত রানাদের (Harshit Rana) মত চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy 2025) জয়ী তারকারা বাদে এসে পৌঁছে গিয়েছেন অনেকেই। আর বুধবার থেকেই অনুশীলন শুরু করে দিল শাহরুখের (SRK) দল। তার আগে নিয়ম মেনে ইডেনে (Eden Gardens) হয়ে গেল উইকেট পুজো।

আরও পড়ুন: IPL Ticket Booking: কবে থেকে পাওয়া যাবে কেকেআরের টিকিট?

উইকেট পুজোতে উপস্থিত ছিল পুরো দল, কোচিং ইউনিটের সঙ্গে উপস্থিত ছিলেন ইডেনের পিচ কিউরেটর সুজন মুখার্জি এবং গ্রাউন্ডস্টাফরা। প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের উপস্থিতিতে কেকেআরের (KKR) নতুন অধিনায়ক অজিঙ্ক রাহানে নারকেল ভেঙে চ্যাম্পিয়নশিপ ধরে রাখার লক্ষ্যে নতুন মরশুমের সূচনা করেন। হেড কোচ নতুন সহকারী কোচ ওটিস গিবসন এবং নয়া মেন্টর ডিজে ব্র্যাভোর সঙ্গে পুরো দলের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেন। এদিন প্রায় ঘন্টা তিনেক অনুশীলন করেন নাইটরা।

বুধবার অনুশীলনের শুরুতেই প্যাড-আপ করে নেটে ব্যাট হাতে দেখা যায় নাইটদের (KKR) পুরনো যোদ্ধা রাসেল-মাসেলকে। প্রথমে কয়েকটি বল দেখলেন আর তারপরে‌ই একের পর এক বড় সিটে বুঝিয়ে দিলেন আগামী দুই মাস তাপমাত্রার পারদের সঙ্গে পাল্লা দিয়ে উঠবে রাসেল-ঝড়। রিঙ্কু, মনীশ, অঙ্গকৃশরাও মন দিলেন বড় শটে। নতুন দলে খেলোয়াড়দের সঙ্গে চুটিয়ে আড্ডা মারতে দেখা গেল মেন্টর ব্র্যাভোকে। অধিনায়ক রাহানে এবং সহ-অধিনায়ক ভেঙ্কটেশ আইয়ারের মধ্যেও দেখা গেল একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের ছবি।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিংক: https://www.facebook.com/share/1EA79Afcw5/

কেকেআরের (KKR) প্রথম ম্যাচের বাকি আর মাত্র ৯ দিন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু‌র বিরুদ্ধে খেলবে টিম রাহানে (KKR vs RCB)। বৃহস্পতিবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করে দেবে তারা। মাঝে শুক্রবার হোলির দিন ছুটি দেওয়া হয়েছে খালি। এর মধ্যেই এসে পড়বেন বাকি ক্রিকেটাররা। তবে উমরান মালিক কবে আসবেন তা নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। কারণ জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি থেকে এখন‌ও ফিট সার্টিফিকেট পাননি তিনি। নাইট শিবির আশাবাদী যে শুরু থেকেই পাওয়া যাবে তাঁকেও। অন্যদিকে কেকেআর সূত্রে খবর তাদের বিখ্যাত থিম সং ‘করব লড়ব জিতব রে’ নিয়ে নতুন একটি গান বানাচ্ছেন মেন্টর ব্র্যাভো। আগামী ২২ মার্চ ইডেনে উদ্বোধনী অনুষ্ঠানের‌ও ব্যবস্থা করছে বিসিসিআই। উপস্থিত থাকতে পারেন রণবীর সিং, দিপীকা পাড়ুকন এবং অরিজিৎ সিং। তবে আর‌ও অনেকেই উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।